সদ্য আপডেট হয়েছে গুগল ম্যাপ। বাস, ট্রেন, অটোরিকশার সঙ্গে যুক্ত হয়েছে তিনটি নতুন ফিচার। এখন থেকে ম্যাপ আপনাকে জানিয়ে দেবে, বাস, ট্রেনের 'রিয়েল টাইম'। অর্থাৎ আপনার স্টপেজে বা স্টেশনে বাস বা ট্রেন কতক্ষণে এসে পৌঁছবে, সেই সময় বলে দেবে গুগল ম্যাপ। এছাড়া, থাকবে অটোরিকশা সহ অন্যান্য পরিবহনের সময়সূচী।
বাস বা ট্রেন আসতে কত দেরি হবে, সেই তথ্যের পাশাপাশি লাইভ গুগল ট্রাফিকের ডেটা থেকে সরাসরি তথ্য সরবরাহ করবে ম্যাপ। সুতরাং, ট্র্যাফিকের অবস্থার উপর নির্ভর করে, আপনার গন্তব্যে পৌঁছতে বাস ঠিক কতটা সময় নিতে পারে, তার সময় জেনে নিতে পারবেন আপনি।
আরও পড়ুন: গুগল ম্যাপ বলে দেবে অটো, ওলা, উবেরের রুট সহ ভাড়া
আপনার যাত্রাপথ যদি ট্রাফিক-বিহীন হয়, তাহলে গুগল ম্যাপ সবুজ সংকেত দেবে। আর যদি ট্রাফিকের ঝঞ্ঝাট থাকে, তাহলে লাল সংকেত। এই ফিচার আপাতত দিল্লি, ব্যাঙ্গালুরু, হায়দরাবাদ, পুনে, লখনৌ, চেন্নাই, মাইসোর, কোয়েম্বাটোর এবং সুরাটে উপলব্ধ।
ট্রেনের রিয়েল টাইমও দেবে গুগল ম্যাপ। কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত যাতায়াত করবেন আপনি সেটি সার্চ অপশনে নথিভুক্ত করলেই ট্রেনের টাইম টেবিল জানিয়ে দেবে ম্যাপ। পাশাপাশি, কোন ট্রেন কতটা দেরিতে স্টেশনে পৌঁছবে, তার সময়সূচীও দিয়ে দেবে গুগল ম্যাপ।
Read the full story in English