Ola Electric Scooter Price: এক চার্জেই অফিস-বাড়ি সপ্তাহ ভর! বাজারে দাপট এই ইলেকট্রিক স্কুটারের, ২০০ কিলোমিটারের অনবদ্য রেঞ্জ

Ola Electric Scooter Price: সবাইকে পিছনে ফেলে বাজারে দাপট দেখাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটি, স্মার্ট কানেক্টিভিটি সহ মাত্র ৭০,০০০ টাকায় ঘরে আনুন।

author-image
IE Bangla Tech Desk
New Update
ola best electric scooter under 80 thousand latest features review video

এক চার্জেই অফিস-বাড়ি সপ্তাহ ভর! বাজারে দাপট এই ইলেকট্রিক স্কুটারের, ২০০ কিলোমিটারের অনবদ্য রেঞ্জ Photograph: (ফাইল চিত্র)

Ola Electric Scooter Price: সবাইকে পিছনে ফেলে বাজারে দাপট দেখাচ্ছে এই ইলেকট্রিক স্কুটারটি, স্মার্ট কানেক্টিভিটি সহ মাত্র ৭০,০০০ টাকায় ঘরে আনুন। 

Advertisment

সাশ্রয়ী মূল্য, লেটেস্ট টেকনোলজি, লো মেনটেনেন্স কস্ট, এসবের জন্য মানুষজন বৈদ্যুতিক স্কুটারের দিকে ঝুঁকছেন। বাজারে এখন ইলেকট্রিক স্কুটারের আকাশছোঁয়া চাহিদা।  ক্রেতাদের চাহিদা ও পছন্দের কথা মাথায় রেখে একাধিক সংস্থা বাজারে নিয়ে আসছে ব্র্যান্ডের সেরা ও লেটেস্ট টেকনোলজির ইলেকট্রিক স্কুটার। আপনি কম দামে নিজের জন্য কী একটি দারুণ মাইলেজের ইলেকট্রিক স্কুটার খুঁজছেন? তাহলে আজকের এই প্রতিবেদনটি ভাল করে পড়ুন। 

তাক লাগানো সাফল্য! তামাম বিশ্বকে পিছনে ফেলে বিরাট কৃতিত্ব মোদীর 'আত্মনির্ভর' ভারতের

ওলা ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা দিনে দিনে বাড়ছে। পেট্রোলের দাম বৃদ্ধি এবং পরিবেশ সচেতনতার কারণে, মানুষ এখন বৈদ্যুতিক যানবাহনের দিকে ঝুঁকছেন। বিশেষ করে  তরুণ প্রজন্মও এখন  ওলার স্টাইলিশ এবং উন্নত প্রযুক্তির স্কুটার দারুণভাবে পছন্দ করছেন। ওলা ইলেকট্রিক দেশজুড়ে তাদের একাধিক মডেলের ইলেকট্রিক স্কুটার লঞ্চ করেছে। ওলা স্কুটারটি চালানো যেমন আরামদায়ক, এর ব্যাটারি লাইফও বেশ ভালো। এছাড়াও, ওলার ইলেকট্রিক স্কুটারে রয়েছে উন্নত প্রযুক্তি, যেমন ডিজিটাল ডিসপ্লে, স্মার্ট কানেক্টিভিটি এবং শক্তিশালী ব্যাটারি পারফরম্যান্স। 

Advertisment

শক্তিশালী ফিচার এবং আকর্ষণীয় দামের কারণে ওলা ইলেকট্রিক স্কুটারগুলি মানুষের পছন্দের তালিকায় এখন নম্বর ওয়ান হয়ে উঠছে। কোম্পানি বাজারে S1X, S1 Air এবং S1 Pro এর মতো তিনটি প্রধান মডেল লঞ্চ করেছে, যেগুলির দাম 69,999 টাকা থেকে শুরু করে 1,34,999 টাকা পর্যন্ত। এই স্কুটারগুলিতে উন্নত ব্যাটারি প্রযুক্তি, দীর্ঘ মাইলেজ এবং স্মার্ট কানেক্টিভিটি ফিচার্স রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসান, চালু Vodafone Idea 5G, কোটি কোটি ইউজারদের মুখে চওড়া হাসি

Ola S1 Pro মডেলটি ১৮১ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ অফার করে, যেখানে S1X মডেলটি ৯৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ প্রদান করে। এছাড়াও, এই স্কুটারগুলিতে ডিজিটাল টাচস্ক্রিন, ভয়েস কন্ট্রোল এবং জিপিএস নেভিগেশনের মতো বৈশিষ্ট্য দেওয়া হয়েছে, এই সব দারুণ ফিচারের কারণে  তরুণ প্রজন্মের কাছেও এই স্কুটারগুলি বেশ জনপ্রিয়। 

Ola Electric scooter