অক্টোবরের শেষ দিনে মহাজাগতিক ঘটনার সাক্ষী হতে চলেছে পৃথিবী। রাতের আকাশে দেখা মিলবে ব্লু মুনের। কথায় আছে, ‘ওয়ান্স ইন অ্য়া ব্লু মুন’, অর্থাৎ বিরল ঘটনা। সেরকমই এক বিরল ঘটনার সাক্ষী হতে চলেছে গোটা দুনিয়া। আগামী ৩১ অক্টোবর রাত ৮টা ১৯ মিনিট নাগাদ দেখা যাবে ব্লু মুন।
ব্লু মুন মানে কিন্তু নীল রঙের চাঁদ নয়। চলতি মাসে ২ বার পূর্ণ চাঁদ দেখা যাবে। একই মাসে দু’বার পূর্ণিমার চাঁদ দেখা গেলে, দ্বিতীয় চাঁদকে ব্লু মুন বলা হয়। গত ১ ও ২ অক্টোবর নাগাদ পূর্ণিমার চাঁদ দেখা গিয়েছিল। আগামী ৩১ অক্টোবর আরেকবার পূর্ণিমার চাঁদ দেখা যাবে।
আরও পড়ুন: বরফের মধ্যেই আটকে রয়েছে জল, চাঁদের মাটিতে ‘নয়া আবিষ্কার’
অনেক সময় ৩০ দিনের মাসে ব্লু মুন দেখা যায়। যেমন ২০০৭ সালের ৩০ জুন দেখা গিয়েছিল। আবার এটি দেখা যাবে ২০৫০ সালের ৩০ সেপ্টেম্বর। শেষবার ব্লু মুনের দেখা মিলেছিল ২০১৮ সালের ৩১ জানুয়ারি। এবারের ব্লু মুন দেখা মিস করলে, ফের অপেক্ষা করতে হবে ২০২৩ সালের ৩১ অগাস্ট পর্যন্ত।
চলতি মাসের শুরুতে প্রথম যে পূর্ণ চন্দ্রের দেখা মিলেছিল, তারে হার্ভেস্ট মুন বলে।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন