Advertisment

ওয়ানপ্লাস সিক্স কিনবেন নাকি ফাইভ টি? নিজেই পরখ করে নিন

৩৯,৯৯৯ টাকায় মিলবে ৮ জিবি র‌্যাম  ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ওয়ানপ্লাস সিক্স। তুলনায় ওয়ানপ্লাস ফাইভ ও ফাইভ টি ফোনের ৮ জিবি র‌্যাম ভার্সনের দাম ৩৭,৯৯৯ টাকা। অর্থাৎ একই র‍্যাম এবং ষ্টোরেজ থাকলে ও নতুন ফোনটি আপনাকে কিনতে হবে আরও ২০০০ টাকা বেশি ব্যয় করে।

author-image
IE Bangla Web Desk
New Update
oneplus tipped to feature 8 GB RAM 128 GB storage in Oneplus 6

OnePlus 6 সমস্যায় ফেলেছে ইউজারদের

প্রথম ফোন দিয়েই বাজার মাত করবার পর থেকেই  ওয়ানপ্লাস খবরের শিরোনামে। চিনা এই কোম্পানির প্রতিটি ফোন ঘিরেই থাকে মানুষের প্রবল উচ্চাশা। আর থাকবে নাই বা কেন? খুব কম কোম্পানিই তাঁদের মত দামে এরকম ফীচার দিতে সক্ষম হন। যেমন ধরা যাক ওয়ানপ্লাস সিক্সের কথা। বাজারের সেরা ফোনগুলির সমস্ত ফীচার দিয়েও এর দাম তুলনায় প্রায় অর্ধেক।

Advertisment

তবে এখনও বাজারে মেলে ওয়ানপ্লাস সিক্সের আগের মডেল ওয়ানপ্লাস 5T ও। ওয়ানপ্লাস 5T'র দাম নতুন মডেলটির তুলনায় বেশ খানিকটা কম হবার দরুন আপনি ধাঁধায় পড়ে গেলে পড়ে নিন দুটি ফোনের এই তুলনামূলক আলোচনাটি।

৬জিবি র‍্যাম এবং ৬৪জিবি ষ্টোরেজের ওয়ানপ্লাস সিক্স ফোনটির দাম ৩৪৯৯৯ টাকা। তুলনায় ওয়ানপ্লাস 5T'র ৬জিবি র‍্যাম এবং ৬৪জিবি ষ্টোরেজ ভার্সনের দাম ৩২৯৯৯ টাকা। উল্লেখ্য, ওয়ানপ্লাস 3T এবং ওয়ানপ্লাস 3 ফোনদুটি বাজারে এসেছিল ২৯৯৯৯ এবং ২৭৯৯৯ টাকায়।

আরও পড়ুন : ওয়ানপ্লাস সিক্স: লঞ্চের সঙ্গে সঙ্গেই জল্পনার অবসান

ওয়ানপ্লাস সিক্সে ষ্টোরেজ বাড়ানোর জন্য আগের ভার্সনগুলির মত কোন মাইক্রো এসডি কার্ড স্লট নেই। তাই আপনি আপনার ওয়ানপ্লাস ফোনটি বদলাতে চাইলে তবেই নতুন ফোনটি কিনুন। ২১ মে থেকে আমাজন প্রাইম ইউজাররা ওয়ানপ্লাস সিক্স কিনতে পারবেন। ২২ মে থেকে এই ফোনটি মিলবে সাধারন আমাজন গ্রাহকদের জন্য ও।

ওয়ানপ্লাসের আগের ফোনটি এক্সচেঞ্জ করলে সম্প্রতি লঞ্চ হওয়া ফোনটির জন্য আপনাকে দিতে হবে আরও ৩৫০০০ টাকা। মে মাসের ২২ তারিখ থেকে ইচ্ছুক গ্রাহকরা অনলাইনে  কিনতে পারবেন ওয়ানপ্লাস সিক্স ফোনটি। এই দুদিনই পপ-আপ সেলের মাধ্যমে এদেশের আটটি শহরে ও পাওয়া যাবে ফোনটি।

৩৯,৯৯৯ টাকায় মিলবে ৮ জিবি র‌্যাম  ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের ওয়ানপ্লাস সিক্স। তুলনায় ওয়ানপ্লাস ফাইভ ও ফাইভ টি ফোনের ৮ জিবি র‌্যাম ভার্সনের দাম ৩৭,৯৯৯ টাকা। অর্থাৎ একই র‍্যাম এবং ষ্টোরেজ থাকলে ও নতুন ফোনটি আপনাকে কিনতে হবে আরও ২০০০ টাকা বেশি ব্যয় করে।

আরও পড়ুন : RealMe 1, বাজারে আসছে ওপোর নতুন স্মার্টফোন ব্র্যান্ড: স্পেসিফিকেশন, দাম

ওয়ানপ্লাস সিক্স অ্যাভাঞ্জার লিমিটেড এডিশন বর্তমানে এই ফোনগুলির মধ্যে সবচেয়ে দামি। তবে উল্লেখ্য এই ফোনটি পাওয়া যাবে শুধু ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভার্সনে। ওয়ানপ্লাস ফোন গুলির মধ্যে একমাত্র এই ফোনটিতে পাওয়া যাবে সবচেয়ে বেশি ইন্টারনাল স্টোরেজ। ভারতের বাজারে এই মডেলটির দাম ৪৪,৯৯৯ টাকা। গত বছরেরে শেষে ওয়ানপ্লাস ফাইভটি মডেলের সঙ্গে নিয়ে এসেছিল স্টার ওয়ার এডিশন। ১২৮ জিবি বোর্ড স্টোরেজ সহ ৮ জিবি র‌্যাম ছিল ওই এডিশনে।

ওয়ানপ্লাস সিক্স অ্যাভেঞ্জার এডিশন বাজারে আসবে ২৯ মে। অ্যামাজন ইন্ডিয়া ওয়েবসাইট থেকে পাওয়া যাবে ফোনটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে এই হ্যান্ডসেটটি থেকে অ্যাভেঞ্জার এডিশনে আলাদা হবে ফোনটির ব্যাক কভার ডিজাইন । এছাড়া থাকবে অ্যাভেঞ্জার লোগো। স্টোরেজের পার্থক্য তো থাকছেই।

ওয়ানপ্লাস সিক্স ফোনটি পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, মিরর ব্ল্যাক এবং সিল্ক হোয়াইট। তবে সিল্ক হোয়াইট মডেলটি বাজারে মিলবে ৫ জুন থেকে।

oneplus smartphone
Advertisment