Advertisment

অ্যামাজনে OnePlus 6T আগাম বুকিং করলেই হেডফোন ফ্রি

অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে ‘All Deals’ সেগমেন্টের মধ্যে ‘Today’s Deals’ সেকশন থেকেই করতে পারবেন আগাম বুকিং। অ্যামাজন পে ব্যালেন্স ব্যবহার করলে অত্যাধুনিক ইয়ারফোন পাবেন বিনামূল্যে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

অনলাইনে ৩০ অক্টোবর অবধি বুক করতে পারবেন OnePlus 6T।

ইতিমধ্যেই অ্যামাজন ইন্ডিয়ায় OnePlus 6T আগাম বুকিং করার পদ্ধতি শুরু। অনলাইনে বৈধতা ৩০ অক্টোবর অবধি।  সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন 'type-C earphones'। অ্যামাজন পে দিয়ে লেনদেন করলে মিলতে পারে আরও অফার।আইফোনের মতো গ্যাজেট দুনিয়ার সেলেব তালিকায় ঢুকে পড়েছে ওয়ানপ্লাস। যথারীতি লঞ্চের আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল ফোনটিকে নিয়ে নানা আলাপ আলোচনা। যেমনটা ঠিক ওয়ানপ্লাস সিক্সের ক্ষেত্রে দেখা গিয়েছিল। তার ব্যতিক্রম নেই OnePlus 6T লঞ্চেও।

Advertisment

গতকাল, টুইট করে কোম্পানি জানিয়েছে, শুরু হয়ে গেছে আগাম বুকিং এর পালা। তার উত্তরে বহু গ্রাহক আবার অ্যামাজন ইন্ডিয়া বুকিং অ্যাপের মাধ্যমে ইতিমধ্যে বুকিংও সেরে ফেলেছেন, পাশাপাশি শেয়ার করেছে তার স্ক্রিনশট। অ্যামাজন . ইন ওয়েবসাইটে গিয়ে ‘All Deals’ সেগমেন্টের মধ্যে গিয়ে ‘Today’s Deals’ সেকশন থেকেই করতে পারবেন বুকিং। অ্যামাজন পে ব্যালেন্স দিয়ে যদি আপনি কিনবেন ঠিক করেন তাহলে নতুন অত্যাধুনিক ফিচারের ইয়ারফোন পাবেন, সম্পূর্ণ বিনামূল্যে।

আরও পড়ুন: আহামরি কিছু নেই Nokia 7.1 ফোনে

টিজার ভিডিওর মাধ্যমে প্রচারিত তথ্য অনুযায়ী, আসন্ন ওয়ানপ্লাস ফোনটি ১৭ অক্টোবর বিশ্বব্যাপী লঞ্চ হতে বলে চলেছে। ব্যস্ততার মাঝে ভুলে যেতেই পারেন, ফোনটির সেলের লাইভ হওয়ার সময়। সেকারণে আগে থেকেই অ্যামাজনে ঢুকে ক্লিক করে রাখুন ‘Notify Me’। আপানার কাছে যথাসময়ে পৌছে যাবে নোটিফিকেশন।

ইতিমধ্যে ইউরেশিয়ান ইকনমিক কমিশন থেকে এসে পৌঁছেছে স্বীকৃতি। কদিন আগে ফাঁস হয়েছে 6T স্পেসিফিকেশন। OnePlus 6T ব্যাপকভাবে Oppo এর R17 দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ফিচার, নচ এর পৃথক ভোল, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত অত্যাধুনিক ফিচারে ভরপুর থাকবে আসন্ন ফোনটি। স্মার্টফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা বর্তমানে OnePlus 6 এ রয়েছে। ৬.৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে ফোনটিতে। আশা করা হচ্ছে দুটি র‌্যাম ভার্সনে পাওয়া যাবে OnePlus 6T। এ ছাড়া আকর্ষনীয় বিষয় হল, ফোনটিতে ৩টি রিয়ার ক্যামেরা পাবেন গ্রাহকরা। তবে চার্জের ক্ষমতা ও ব্যটারি ব্যাকআপে কড়া নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা।

Read the full story in English.

smartphone oneplus oneplus 6
Advertisment