ওয়ানপ্লাস সিক্সের প্রতি দুর্বলতা আছে আপনার? কিন্তু কেনা হয় নি? তাহলে আর কটা দিন অপেক্ষা করে যান কারণ ওয়ানপ্লাস ইতিমধ্যে ঘোষণা করেছে আগামী মাসের ১৭ তারিখ লঞ্চ হতে চলেছে OnePlus 6T। সম্প্রতি ফোনের দিকে নজর টানতে ‘Unlock the Speed’ ক্যাপশনে সোশ্যালে পরিচয় ঘটাচ্ছে এই ফোনের। এতেই হয়ত লুকিয়ে আছে ফোনের মূল বৈশিষ্ট্য।
OnePlus 6T ফোনের যে ইমেজ ফাঁস হয়েছে, তাতে স্পষ্ট তিনটি ক্যামেরা। অনেকটা Oppo R17 এর আদলে। কিন্তু এই তথ্য কতটা সঠিক তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। ‘Unlock the Speed’ বলতে হয়ত কোম্পানি দাবি করছে ডিসপ্লে, ফিঙ্গারপ্রিণ্ট সেন্সর হবে উন্নতমানের। পাশাপাশি ‘waterdrop’ নচ স্টাইলে হবে এই আসন্ন ওয়ানপ্লাসের ডিসপ্লে।
আরও পড়ুন: মারকাটারি ক্যামেরায় বাজিমাত করল স্যামসাং Galaxy A7
OnePlus মূলত OnePlus 5T প্রযুক্তির বাস্তবায়ন করার পরিকল্পনায় ছিল। কিন্তু প্রযুক্তিগত দ্রুত এবং মসৃণ অভিজ্ঞতা দেওয়ার জন্য এবং মান বাড়াতে নতুন আরও অত্যাধুনিক ফিচার থাকবে 6Tতে। ওয়ানপ্লাস চিরকালই T-Mobile নেটওয়ার্কের সঙ্গে কাজ করে এসেছে। কিন্তু এই নতুন ভার্সনের জন্য ওয়ানপ্লাস পরিকল্পনা করেছে ৬০০ Mhz এর অপারেটর নেটওয়ার্ক ব্যবহারে সমস্যা আছে কিনা তা পরীক্ষা করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্রে পাঠানো হবে। তবে কোম্পানি আশা করছে প্রযুক্তিগত দিক দিয়ে অনুমোদন পাবে OnePlus 6T।
দুর্ভাগ্যবশত, OnePlus 6T এর স্পেসিফিকেশন এবং বৈশিষ্ট্য সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি। সম্প্রতি এক প্রতিবেদনে বলা হয়, OnePlus 6T ব্যাপকভাবে Oppo এর R17 দ্বারা অনুপ্রাণিত হয়েছে। ফিচার, নচ এর পৃথক ভোল, আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের মত অত্যাধুনিক ফিচারে ভরপুর থাকবে আসন্ন ফোনটি। স্মার্টফোনটি সম্ভবত কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসর দ্বারা চালিত হতে পারে, যা বর্তমানে OnePlus 6 এ রয়েছে। ৬.৪ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকবে ফোনটিতে। আশা করা হচ্ছে দুটি র্যাম ভার্সনে পাওয়া যাবে OnePlus 6T। এ ছাড়া আকর্ষনীয় বিষয় হল ফোনটিতে ৩টি রিয়ার ক্যামেরা পাবেন গ্রাহকরা। তবে চার্জের ক্ষমতা ও ব্যটারি ব্যাকআপে কড়া নজর দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থা। এছাড়া ১২ ও ২০ কম্বিনেশনে রিয়ার ক্যামেরা থাকতে পারে ফোনটিতে।