Advertisment

একগুচ্ছ দাম দিয়ে OnePlus 6T কিনে কি গ্রাহকরা ঠকেছেন?

তবে এবিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি কোম্পানি। ইন্ডিয়ান এক্সপ্রসের করা রিভিউ করা সময়েও এই ধরনের সমস্যা নজরে আসেনি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

জানেন কি ইতিমধ্যে বহু আলোচিত OnePlus 6T সম্পর্কে আসতে শুরু করেছে বহু অভিযোগ? ডিসপ্লেতে গোলাপী বা বেগুনি পিক্সেলের ছটা দেখা যায়। যা নড়ে চড়ে ওঠে ডিসপ্লের মধ্যে। OnePlus ফোরামে কিছু পোস্টের মাধ্যমে গ্রাহকরা স্ক্রিনশটের মাধ্যমে প্রমাণ সহ তাদের অভিযোগ দায় করেছেন। কেউ কেউ তাদের অভিযোগ ভিডিও করে ইউটিউবে আপলোড করেছেন ।

Advertisment

তবে এবিষয়ে এখনও কোনো প্রতিক্রিয়া দেয়নি কোম্পানি। ইন্ডিয়ান এক্সপ্রসের করা রিভিউয়েও এই ধরনের সমস্যা নজরে আসেনি।

আরও পড়ুন:মাস গড়াতেই কাঠগড়ায় OnePlus 6

ওয়ানপ্লাস ফোরামের পোস্টগুলির মতে, এই সমস্যাটিকে ফ্যাক্টরি রিসেট দিয়ে সহজে সংশোধন করা যাচ্ছে না এবং এটি ডিসপ্লের সঙ্গে হার্ডওয়্যার সমস্যা হতে পারে, যদিও সংস্থাটি এবিষয়ে আপাতত মুখ খোলেনি কোম্পানি।

Read the full story in English

oneplus 6
Advertisment