/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/oneplus-7-1.jpg)
টুইট করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে দিন।
ভারতে বিক্রির শুভারম্ভ কবে তা স্থির করে ফেলেছেন ওয়ান প্লাস। টুইট করে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ৪ জুন, দুপুর ১২টা থেকে অ্যামাজন ইন্ডিয়ায় শুরু হবে বিক্রি। ১৫ মে ভারতে বেঙ্গালুরুতে লঞ্চ হয় ওয়ানপ্লাস সেভেন সঙ্গে ওয়ানপ্লাস সেভেন প্রো। ওয়ানপ্লাস সেভেন না মিললেও মে মাস থেকেই বিক্রি শুরু হয়েছে ওয়ান প্লাস সেভেন প্রো-র।
We're just getting started! The OnePlus 7 drops on the 4th of June on @amazonIN ⏰
Get notified here ????https://t.co/5MvGMHhPSApic.twitter.com/E37pgs8Rxb
— OnePlus India (@OnePlus_IN) May 29, 2019
OnePlus 7 Pro: ৬ জিবি র্যাম/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ : ৪৮,৯৯৯টাকা।
৮জিবি র্যাম/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ : ৫২,৯৯৯ টাকা।
১২জিবি র্যাম/২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ : ৫৭,৯৯৯ টাকা।
আরও পড়ুন: Review: কেন কিনবেন ওয়ান প্লাস সেভেন প্রো ?
OnePlus 7 : ৬ জিবি র্যাম/১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ :৩২,৯৯৯টাকা।
৮ জিবি র্যাম/ ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ :৩৭,৯৯৯টাকা।
১৭ তারিখ থেকে অ্যামাজন ইন্ডিয়া ও কোম্পানির ই-স্টোর এবং ওয়ানপ্লাস অফলাইন স্টোর থেকে কিনতে পারবেন ওয়ানপ্লাস সেভেন প্রো।
একঝলকে দেখে নেওয়া যাক কী কী ফিচার রয়েছে OnePlus 7 Pro ও OnePlus 7 ফোনটিতে ?
OnePlus 7 Pro
৬.৬৭-ইঞ্চি QHD+,৯০ Hz ডিসপ্লে | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রেসেসর | ১২ জিবি অবধি র্যাম | ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ | ৪৮MP + ৮MP+ ১৬MP | ৪,০০০mAh | অক্সিজেন অপারেটিং সিস্টেম।
OnePlus 7
৬.৪১-ইঞ্চি অপটিক AMOLED, ডিসপ্লে | কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রেসেসর | ৬ জিবি এবং ৮ জিবি অবধি র্যাম | ১২৮ থেকে ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ | ৪৮MP + ৫MP+ ১৬MP | ৩৭০০mAh | অক্সিজেন অপারেটিং সিস্টেম।
Read the full story in English