Advertisment

ফাঁস আসন্ন OnePlus 7 ফোনের ছবি

সম্প্রতি প্রশ্ন উঠছে ফোনের প্রসেসর নিয়ে। অনেকেই এই মুহুর্তে একমত যে, OnePlus 7 স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দ্বারা চালিত হবে, পিছনে থাকবে একটি ট্রিপল ক্যামেরা-সেটআপ।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়ান প্লাসের সিক্স ও সিক্স টি ফোনের রেশ কাটার আগেই ফাঁস হল আসন্ন OnePlus 7 ফোনের ছবি। যা দেখে আন্দাজ করা যায়, বেজেলহীন স্ক্রিন এবং খুব সম্ভবত স্লাইডিং ডিজাইনের সঙ্গে পপ্ আপ ক্যামেরা থাকবে। SlashLeaks-এ প্রকাশিত তথ্য বলছে, এই ছবি আসন্ন OnePlus 7 ফোনের প্রোটোটাইপ বলেই দাবি করা হয়েছে।

Advertisment

ফাঁস হওয়া ছবি অনুযায়ী, OnePlus6T ফোনের সঙ্গে হুবহু মিল থাকলেও OnePlus 7 ফোনের ক্যামেরার অবস্থানের বদল ঘটেছে। বেজেল না থাকলেও নচ ডিজাইন নেই। ফ্রন্ট ক্যামেরার কোনো চিহ্নই দেখা যাচ্ছে না ছবিতে। সুতরাং ভিভো নেক্সের মত স্লাইডিং ক্যামেরা থাকার সম্ভাবনা প্রকট। অথবা Mi Mix 3 ফোনের মত ফ্রন্ট ক্যামেরাও থাকতে পারে।

ফাঁস হওয়া ছবির ভিত্তিতে আন্দাজ করা যায়, ডিজাইন ও ফিচারের দিক দিয়ে OnePlus 7 মডেলটি OnePlus 6T-এর থেকে বেশ কয়েক ধাপ এগিয়ে থাকবে OnePlus 7। তবে এই ফাঁস হওয়া ইমেজ কতটা সত্য তা যাচাই করেনি ইন্ডিয়ান এক্সপ্রেস।

আরও পড়ুন: অ্যামেজনের গ্রেট ইন্ডিয়া সেলে দাম কমবে আইফোন টেনের

সম্প্রতি প্রশ্ন উঠছে ফোনের প্রসেসর নিয়ে। অনেকেই এই মুহুর্তে একমত যে, OnePlus 7 স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসর দ্বারা চালিত হবে, পিছনে একটি ট্রিপল ক্যামেরা-সেটআপ, অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম, স্ক্রিনের ভিতরে আল্ট্রাসোনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং একটি প্রিমিয়াম ডিজাইন থাকতে পারে। OnePlus 7 এর একটি সংস্করণে সম্ভবত ফাইভ জি নেটওয়ার্ক থাকবে, যদিও এই মুহুর্তে কোম্পানির তরফ থেকে কিছু জানানো হয়নি।

Read the full story in English

oneplus smartphone
Advertisment