Advertisment

চলছে সেল, কম দামে মিলবে ওয়ানপ্লাস সেভেন

এবছর ওয়ানপ্লাস প্রথম দুটি ফোন একইসঙ্গে লঞ্চ করে। তাই মনে করা হচ্ছে টি সিরিজ উভয় মডেলের ক্ষেত্রে লঞ্চ করতে পারে কোম্পানি।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ওয়ান প্লাসের সেল চলছে অ্যামাজনে। যা চলবে ৬ সেপ্টেম্বর পর্যন্ত। এই সেলে দুর্দান্ত অফারে পেয়ে যাবেন OnePlus 7 এবং OnePlus 7 Pro জানা যাচ্ছে, ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে OnePlus 7T এবং OnePlus 7T Pro এর সেল শুরু হবে। এই ফোনের সঙ্গে এবার ওয়ানপ্লাস টিভি লঞ্চ করার পরিকল্পনা করেছে কোম্পানি।

Advertisment

যারা অ্যাক্সিস ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ড ব্যবহার করবেন তারা পেয়ে যাবেন প্রায় ২০০০ টাকার ছাড়। এই সেলে OnePlus 7 ফোনের ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ৩২,৯৯৯ টাকা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৩৭,৯৯৯ টাকা।

আরও পড়ুন: রিভিউ : দশ হাজার টাকা খরচ করে কেন কিনবেন রিয়েলমি ফাইভ?

OnePlus 7 Pro ৬ জিবি র‌্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের দাম ৪৮,৯৯৯ টাকা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ৫২,৯৯৯ টাকা। ১২ জিবি দাম ৫৭,৯৯৯ টাকা।

মনে করা হচ্ছে, নিয়ম মেনে ওয়ানপ্লাস সেভেনের থেকে খানিক আলাদা হবে OnePlus 7T। OnePlus 7T Pro সম্ভবত ফাইভ জি সাপোর্টেড হতে পারে। বছর শেষের আগেই ইচ্ছুক গ্রাহকদের হাতে তুলে দেওয়া হবে ওয়ানপ্লাসের নতুন টি সিরিজ। সংস্থার সিইও পিট লাউ ইঙ্গিত দিয়েছেন, আগামীদিনে আসন্ন OnePlus 7T Pro।

আরও পড়ুন: নতুন আইফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করল অ্যাপেল

এবছর ওয়ানপ্লাস প্রথম দুটি ফোন একইসঙ্গে লঞ্চ করে। তাই মনে করা হচ্ছে টি সিরিজ উভয় মডেলের ক্ষেত্রে লঞ্চ করতে পারে কোম্পানি। সাধারণত ওয়ানপ্লাস প্রথমার্ধে একটি আর বছরের দ্বিতীয়ার্ধে একটি ‘টি’সংস্করণ বা আপগ্রেডেড মডেল নিয়ে আসে।

জানা যাচ্ছে, OnePlus 7T তে থাকতে পারে ৬.৫৫ ইঞ্চির 2K সুপার AMOLED স্ক্রিন। সঙ্গে থাকবে ৩,৮০০mAH ব্যাটারি। অন্যদিকে OnePlus 7T Proতে থাকবে ৬.৭ ইঞ্চি ডিসপ্লে যাতে থাকবে QHD+ রেজোলিউশন।

Read the full story in English 

oneplus smartphone
Advertisment