/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/04/oneplus5t_big_review_11.jpg)
OnePlus 6 সমস্যায় ফেলেছে ইউজারদের
OnePlus 6 ফোনটি কেনার মোহ এখনও রয়ে গেছে কি আপনার? জানেন কি ইতিমধ্যে বহু আলোচিত এই ফোনের সম্পর্কে আসতে শুরু করেছে বহু অভিযোগ? আপডেট নেওয়ার পর থেকেই ফোনের ব্যাটারী নিয়ে সমস্যায় পড়ছেন ব্যবহারকারীরা। সম্প্রতি OnePlus Oxygen অপারেটিং সিস্টেমে আপডেট নিয়েছে। যার ফলেই দেখা দিয়েছে যত সমস্যা।
ফলত, OnePlus 6 নিয়ে যে প্রবল উচ্চাশা তৈরি হয়েছিল, তাকে ছাপিয়ে গেল অভিযোগ। অভিযোগের অধিকাংশই ব্যাটারি সংক্রান্ত। কেনার পর Oxygen 5.1.6 অপারেটিং সিস্টেম দ্বারা চালিত ছিল ফোন। মাস ঘুরতেই আপডেটের ফলে বর্তমান OS, Oxygen 5.1.8। যার ফলে ব্যবহার না করলেও চার্জ থাকছে না ব্যাটারিতে। অনেকের অভিযোগ, ৫০ শতাংশ চার্জ থাকা সত্বেও আপনাআপনিই সুইচ অফ হয়ে যাচ্ছে ফোন। শুধুমাত্র চার্জে থাকা অবস্থাতেই ভালো কাজ করেছে OnePlus 6। একইসঙ্গে কিছু ইউজারদের অভিযোগ, ক্যামেরা অ্যাপও কাজের মাঝে থেমে যাচ্ছে। বারবার হ্যাং করছে ফোন। সব মিলিয়ে OnePlus 6 সমস্যায় ফেলেছে ইউজারদের।
আরও পড়ুন: ওয়ানপ্লাস সিক্স ১৭ তারিখ ভারতে আসছে, রইল কিছু বৈশিষ্ট্য
পাশাপাশি OnePlus 3 এবং 3T ব্যবহারকারীরাও বেশ অখুশী। তাঁদেরও অভিযোগ ব্যটারি নিয়ে। লো ব্যাটারি ওয়ার্নিং না দিয়েই ফোন অফ হয়ে যাচ্ছে বারংবার, পুনরায় চার্জ দিলে যথারীতি আবার কাজ করছে ফোন। কিন্ত এখন অবধি এই বিষয়ে গ্রাহকদের কোন সুরাহা দেয়নি কোম্পানি।