/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/12/oppo-new-phone-f15.jpg)
পূর্বসূরীদের মতোই হবে নতুন ওপো F15। এছাড়া এটি যে একটি সেলফিপ্রেমীদের জন্য আকর্ষণীয় স্মার্টফোন হবে তার আভাস দিয়েছে কোম্পানি। ওপো বলেছে যে ডিভাইসটি গ্রাহকদের তার "স্লিক এবং ট্রেন্ডি ডিজাইনের" কারণে কিনতে বাধ্য করবে। চাইনিজ স্মার্টফোন প্রস্তুতকারক ওপো তাদের F15 এর নকশায় বেশ মনোনিবেশ করেছেন বলে মনে করছে ওয়াকিবহাল মহল। ফোনের সম্পর্কে সাংবাদিক মহলে জানানোর জন্য যে বিবৃতি জারি করেছে তাকে “স্লিক” এবং “ডিজাইন” এর মতো শব্দ একাধিকবার উঠে এসেছে।
আরও পড়ুন:জেনে নিন কীভাবে প্যানের সঙ্গে আধারের লিংক করবেন সহজ উপায়ে
ওপো আসন্ন ডিভাইস সম্পর্কে কোনো তথ্যই এখন প্রকাশ করেনি তবে একটি পোস্টার শেয়ার করেছে। যাতে ফোনটি কতটা 'স্লিক' তা স্পষ্ট ধরা দিচ্ছে। ক্যামেরা মডিউলটি দেখে স্মার্টফোন ওয়াকিবহালরা মনে করছেন, যে স্মার্টফোনের পিছনে কমপক্ষে তিনটি ক্যামেরা সেন্সর থাকবে।
আরও পড়ুন:পোর্টাল মারফত খুঁজে পাবেন আপনার হারিয়ে যাওয়া ফোন
ওপো F 11 এবং F 11 Pro ফোনে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ নিয়ে এসেছিল। তবে নতুন ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ প্যাক করাই বুদ্ধিমানের কাজ হবে বলে মনে করেছেন অনেকে। তবে, বাজারের প্রবণতা অনুসারে, ওপো যদি F15 ফোনের পিছনে চারটি ক্যামেরার লেন্স করার সিদ্ধান্ত নেয় তবে তাতে হতভম্ব হওয়ার কিছু নেই। কেউ কেউ মনে করছেন, ট্রেন্ডে গা ভাসিয়ে প্রাইমারি লেন্সে ৪৮ এমপি অথবা ৬৪ এমপি শুটার থাকতে পারে।
Read the full story in English