Advertisment

মোবাইল রিভিউ: রিয়েলমি ওয়ান ফোনটির ভালোমন্দের তালিকা

Realme 1 review: সাম্প্রতিক কালে স্মার্টফোন দুনিয়ার শিরোনামে রিয়েল মি ওয়ান। ফোনটি কিনতে গেলেই কিন্তু কিন্তু ভাব আপনার মনে। একদিন ব্যবহারের পর রইল ফোনটি সম্পর্কে ভালো মন্দের খোঁজ।

author-image
IE Bangla Web Desk
New Update
Best phones under 15k: বাজেট ১৫ হাজার, আপনার জন্য রইল সেরার তালিকা

ওপো স্মার্টফোন কোম্পানির সাব ব্র্যান্ড রিয়েল মি

কয়েকদিনের মধ্যেই ওপো ভরসা জুগিয়েছে ভারতীয়দের মনে, তা নিয়ে সন্দেহ নেই। কিন্তু ওপোর এই সাব ব্র্যান্ড রিয়েলমি কী পারবে বাজার করতে? তবে বলাইবাহুল্য সাধ্যের দামে আকর্ষণীয় ফিচারে মন কাড়তে পারে ক্রেতাদের। রিয়েলমি'র ফোনটির দাম মাত্র ৮,৯৯০ টাকা থেকে শুরু, অতএব এই ফোনটিকে বাজারে লড়াই করতে হবে মূলত শাওমির বাজার চলতি ফোনগুলির সঙ্গে। ওপোর ১৩৯৯০ টাকা দামের রিয়েলমি ওয়ান ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি র‍্যাম ফোনটিকে বাজারে লড়াই করতে হবে শাওমির রেডমি নোট ফাইভের সঙ্গে।

Advertisment

রিয়েলমি ওয়ান ফোনটির ফাইবার গ্লাস ডিজাইনটি বেশ অভিনব। এই ফোনটিতে রয়েছে বাজার চলতি অন্য ফোনগুলির মতই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফুল ভিউ ডিসপ্লে এবং অতিরিক্ত সুরক্ষার জন্য ফেসিয়াল রেকগনিশন প্রযুক্তি ও। গত এক সপ্তাহ ধরে রিয়েলমি ওয়ান ব্যবহারের পর  খুঁজে বের করা হয়েছে ফোনটির সমস্ত ভালো মন্দের খুঁটিনাটি।

আরও পড়ুন: মোবাইল রিভিউ: নোকিয়া সিক্সের ভাল এবং মন্দগুলি

মিডিয়াটেক MT6771 প্রসেসরে চলা এই ফোনটি পাওয়া যাবে ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভার্সনে। ওপোর দাবি এই পরিমান স্টোরেজে আপনি ২০০-র ও বেশি সিনেমা রাখতে পারবেন। এছাড়াও ফোনটিতে লাগানো যাবে ২৫৬ জিবি অবধি মেমোরি কার্ডও। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সবচেয়ে দ্রুততম স্মার্ট AI CPU প্রসেসর দিয়ে চলবে রিয়েলমি ওয়ান ফোনটি। ৩৪১০ এমএইচের শক্তিশালী ব্যাটারি ব্যাকআপের সঙ্গে থাকবে কোম্পানির নিজস্ব অপারেটিং সিস্টেম কালার ৫.০। উল্লেখ্য, ওপোর এই অপারেটিং সিস্টেমটি অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেমের ওপরই তৈরি। ১৩ ও ৮ মেগাপিক্সেলের ড্যুয়াল ক্যামেরা কম্বিনেশনের সঙ্গে থাকবে বোকে মোড। সেলফির আদবকায়দাকে মাথায় রেখেই সামনের ক্যামেরায় ইন্টারফেসেই দেওয়া হয়েছে বিভিন্ন স্টিকার ও AI পাওয়ার ফিল্টার।

রিয়েলমি ওয়ানের কি কি ভালো ?

১) ডায়মন্ড কাটিং ডিজাইনের কার

ণে সহজেই লোকের নজর কাড়বে আপনার ফোন। চকচকে রঙের কভার থাকায় অনায়াসে পছন্দ হবে রিয়েল মি ফোনটি।

২) ১৮: ৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.০ ইঞ্চির ডিসপ্লেটি দিনের আলোতে বেশ ব্রাইট থাকে। সূর্যের আলো এসে পড়লেও স্ক্রিনটি দেখতে অসুবিধা হয় না। এছাড়া ইউটিউব দেখা হোক বা গেম খেলা, রিয়েল মি ওয়ানের ডিসপ্লে দেখে আপনার প্রান জুড়োবে বলেই আমাদের ধারণা। কম আলোয় আপনাআপনি অন হয়ে যাবে ফোনটির রিডিং অপশন।

আরও পড়ুন : OPPO F7 মোবাইল রিভিউ: নতুন ‘সেলফি এক্সপার্ট’ কতখানি ভাল?

৩) ফোনটিতে থাকা ফেস আনলক খুব চটজলদি ফোনটি আনলক করতে সক্ষম।

৪) কেনার আগে ফোনটির ক্যামেরা পারফর্মেন্স হাতে নাতে বুঝতে চান। তাহলে নিকটবর্তী কোনো দোকানে গিয়ে ওপো F7 ফোনটির ক্যামেরা পরখ করে আসুন। কারণ দুটি ফোনের ক্যামেরা হুবহু একই ধরনের।

আপনার জন্য রইল ফোনটির ক্যামেরায় তোলা কিছু ছবি

publive-image

publive-image

publive-image

রিয়েলমি ওয়ানের কি কি ভালো নয় ?

১) ফোনটির সবচেয়ে বড় ঘারতি হল , ফেস রেকগনিশন আনলক রাতের বেলা কাজ করে না। আপনি যথারীতি একটি লক সিস্টেমে অভ্যাস হয়ে যাবেন কিন্তু রাতের বেলা সেক্ষেত্রে অসুবিধায় পরতে হবে। তখন আপনাকে অন্য পদ্ধতিতে ফোন আনলক করতে হবে। অন্যদিকে ১৪০০০ টাকায় বাজার চলকতি অন্যফোনে এই ফিচার আপনি অনায়াসে পেয়ে যাবেন।

আরও পড়ুন: ভিভো V9: ডিসপ্লে থেকে ক্যামেরা, যাবতীয় প্রশ্নের উত্তর জেনে নিন এক্ষুনি

২) স্ক্রিন লক থাকলেও নোটিফিকেশন দেখা যায় স্ক্রিনে। আপনার যদি ইচ্ছা হয় কোনো অ্যাপের নটিফিকেশন সবসময় খোলা রাখবেন না, সেক্ষেত্রে কোনো উপায় নেই আপনার।

smartphone oppo realme
Advertisment