ভারতে লঞ্চ হতে চলেছে Oppo Reno 8 সিরিজ। সংস্থার তরফে আনুষ্ঠানিকভাবে এখবর জানানো হয়েছে। Oppo Reno 8, Reno 8 Pro দুটি মডেল আপাতত লঞ্চ হবে বলে জানিয়েছে সংস্থা। তবে এই মুহূর্তে Reno 8 Pro+ সম্পর্কে কোন আপডেট সংস্থার তরফে সামনে আনা হয়নি। Oppo Reno 8 Pro মডেলে থাকতে পারে নতুন MariSilicon X চিপসেট ।
Oppo Reno 8 মডেলে থাকতে পারে MediaTek Dimensity 1300 SoC চিপসেটটি 12GB পর্যন্ত RAM এবং 256GB অভ্যন্তরীণ স্টোরেজের সঙ্গে যুক্ত থাকবে। 120Hz রিফ্রেশ রেট সহ একটি 6.43-ইঞ্চি AMOLED ডিসপ্লে থাকবে বলেই মনে করা হচ্ছে। Oppo Reno 8 সিরিজে থাকতে পারে 4500 mAh ব্যাটারি। ডিভাইসটি USB Type-C এর মাধ্যমে আপগ্রেড করা 80W ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। ৩০ মিনিটের মধ্যে ফোনটি সম্পূর্ণ চার্জ হবে বলে দাবি করেছে সংস্থা। ফোনটি তিনটি রঙে লঞ্চ হবে – সোনালী, নীল এবং কালো।
আরও পড়ুন: <সাবধান! ‘বকেয়া বিদ্যুৎ বিলে’র একটি মেসেজেই সর্বস্ব খোয়াতে পারেন আপনিও>
ফোনটির মাপ 160 x 73.4 x 7.67 মিমি এবং ওজন 179 গ্রাম। এটি একটি হোল-পাঞ্চ ডিসপ্লে এবং একটি AMOLED স্ক্রিন সহ লঞ্চ করবে নতুন এই ফোন। Reno 8-এ থাকছে 6.43-ইঞ্চি ডিসপ্লে। এতে একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং 20:9 অ্যাসপেক্ট রেশিও থাকতে পারে। ফোনটিতে একটি 50MP প্রাইমারি ক্যামেরা, একটি 2MP ম্যাক্রো ক্যামেরা এবং একটি 2MP ডেপথ সেন্সর লেন্স থাকবে ফোনটি Android 12 সহ লঞ্চ হবে।
অন্যদিকে, Reno 8 Pro মডেলটিতে 6.62-ইঞ্চি ফুল-HD+ AMOLED E4 ডিসপ্লে এবং Qualcomm Snapdragon 7 Gen 1 SoC সহ আসতে পারে। অন্যান্য মূল বৈশিষ্ট্যগুলির মধ্যে 256GB পর্যন্ত UFS 2.2 স্টোরেজ, একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক সেন্সর এবং 80W সুপার ফ্ল্যাশ চার্জ দ্রুত চার্জিং সাপোর্ট সহ একই 4,500mAh ব্যাটারি থাকবে বলেই আশা করা হচ্ছে।
Oppo Reno 8 বেস মডেলের দাম শুরু হবে ৩০ হাজার টাকার মধ্যে। Pro মডেলের দাম হতে পারে ৩৫ থেকে ৪০ হাজার টাকার মধ্যে। বর্তমানে, Reno 7 Pro 5G-এর 8GB RAM এবং 258GB স্টোরেজের দাম প্রায় ৪০ হাজার টাকার কাছাকাছি।