চিনা ফোন ওপো, নতুন মডেল লঞ্চের লাইভস্ট্রিমিং বাতিল ভারতে

ভারতের শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে চারটি (জিয়াওমি, ভিভো, রিয়েলমি এবং ওপো) চিনের।

ভারতের শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে চারটি (জিয়াওমি, ভিভো, রিয়েলমি এবং ওপো) চিনের।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লাদাখ সীমান্তে ২০ জন ভারতীয় জওয়ানের মৃত্যুর পর এখনও অশান্ত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা। সেই আবহে উত্তপ্ত দেশের ব্যবসায়িক ক্ষেত্রও। চিনের এহেন আগ্রাসনের জেরে ভারতে চিনের একচেটিয়া ব্যবসা বন্ধ করতে নেওয়া হচ্ছে প্রাথমিক কিছু পদক্ষেপ। চিনা হ্যান্ডসেট নির্মাতা ওপো বুধবার চিনা পণ্য বর্জন বিক্ষোভের মাঝে দেশে তার ফ্ল্যাগশিপ ফাইভ জি স্মার্টফোনের লাইভস্ট্রিম লঞ্চ বাতিল করেছে।

Advertisment

ভারতের শীর্ষ পাঁচ স্মার্টফোন বিক্রেতাদের মধ্যে শীর্ষে থাকা ওপো জানিয়েছে, বুধবার ইউটিউবের মাধ্যমে তার Find X2 স্মার্টফোনটির লঞ্চ সম্প্রচার করা হবে। তবে, লাইভস্ট্রিম বাতিল করা হয়েছে। সংস্থা এর পরিবর্তে রেকর্ড করা ভিডিও আপলোড করবে। যদিও ওপো এই বাতিল হওয়ার কারণ সম্পর্কে স্পষ্ট কিছু জানায়নি। শুধু বাতিল করারা বার্তা দিয়েছে।

আরও পড়ুন- বিএসএনএল নেটওয়ার্ক উন্নয়নে ব্যবহার করবে না চিনা পণ্য

Advertisment

ইতিমধ্যে সোশাল মিডিয়ায় ‘HindiCheeniByeBye’ এবং ‘BharatVsChina’ এর মতো হ্যাশট্যাগগুলি ট্রেন্ড করছে।

ভারতের শীর্ষ পাঁচ স্মার্টফোন ব্র্যান্ডের মধ্যে চারটি (জিয়াওমি, ভিভো, রিয়েলমি এবং ওপো) চিনের স্মার্টফোন  নির্মাণ সংস্থা। চিনের স্মার্টফোনের প্রায় ৭৬ শতাংশ শেয়ার থাকে ভারতে।

Read the full story in English