Advertisment

Petrol Pump Fraud: মিটারে 'শূন্য' মানেই সেফ নয়, প্রতারণার নয়া কৌশল পেট্রোল পাম্পে, কোথায় জানাবেন অভিযোগ?

Petrol Pump Fraud: আজকালকার দিনে প্রায় সকলেরই রয়েছে টু হুইলার অথবা ফোর হুইলার। প্রতিদিনই মানুষ পেট্রোল পাম্পে যান পেট্রোল অথবা ডিজেল ভরাতে। কিন্তু জানেন কী সামান্য ভুলেও বড়সড় ক্ষতির মুখোমুখি হতে পারেন আপনিও।

author-image
IE Bangla Tech Desk
New Update
petrol pump cheating

মিটারে 'শূন্য' মানেই সেফ নয়, প্রতারণার নয়া কৌশল পেট্রোল পাম্পে, কোথায় জানাবেন অভিযোগ?


Petrol Pump Fraud: আজকালকার দিনে প্রায় সকলেরই রয়েছে টু হুইলার অথবা ফোর হুইলার। প্রতিদিনই মানুষ পেট্রোল পাম্পে যান পেট্রোল অথবা ডিজেল ভরাতে। কিন্তু জানেন কী সামান্য ভুলেও বড়সড় ক্ষতির মুখোমুখি হতে পারেন আপনিও। চোখের সামনে আপনাকে কম পরিমাণে পেট্রোল বা ডিজেল দিয়ে বেশি টাকা আদায় করতে পারে পাম্পগুলি। প্রতিদিনই চলছে পেট্রোল পাম্পে প্রতারণার ঘটনা। আজই গাড়ি বা বাইকে পেট্রোল বা ডিজেল ভরার আগে মাথায় রাখুন এই জিনিসগুলি।

Advertisment

200MP ক্যামেরা, 6000mAh বিরাট ব্যাটারি! মিলবে স্যাটালাইট কমিউনিকেশন সাপোর্ট

সাধারণত পেট্রোল পাম্পের মিটার শূন্য দেখালে পেট্রোল/ডিজেল ভরা শুরু হয়। এতে আপনি যে পরিমাণ টাকার জ্বালানি ভরতে চাইছে সম্পূর্ণ সেই টাকার পেট্রোল বা ডিজেল পাবেন পাশাপাশি আপনি প্রতারণা থেকে বাঁচবেন এমনটা মনে করা হলেও পাম্পের মিটার শূন্য থাকাটা যথেষ্ট নয়। পেট্রোল পাম্পের মিটারে শূন্য দেখলে আপনার মনে হয় এখন আপনার সঙ্গে কোন রকমের প্রতারণা ঘটছে না। কিন্তু শূন্যের পর পেট্রোল পাম্পের মিটার সরাসরি ৫-৬ এ পৌঁছে যায়। সেই দিকে আপনাকে খেয়াল রাখতেই হবে। 

পেট্রোল পাম্পে গ্রাহকদের প্রতারিত হওয়ার একাধিক ঘটনা সামনে আসছে। পেট্রোল পাম্পে ঘটা কেলেঙ্কারি সম্পর্কেও মানুষ সচেতন হচ্ছেন। তাই গ্রাহকদের ঠকানোর জন্য প্রতারকরা নতুন নতুন কৌশল অবলম্বন করছেন।

আকাশে 'হান্টার মুন'! ১৫ শতাংশ বড় দেখাবে চাঁদ, বিরল এই দৃশ্য কবে, কখন?

 আপনি যখনই পেট্রোল পাম্পে তেল ভর্তি করতে যান, আপনার সবসময় ১০০,২০০,৫০০ এমন পরিমাণ টাকার পেট্রোল এবং ডিজেল ভরা এড়িয়ে চলা উচিত। এই ধরনের পরিসংখ্যান খুব সাধারণ। অনেক সময় পেট্রোল পাম্পের মেশিনে তেলের পরিমাণ আগে থেকেই সেট করা থাকে। আপনি প্রতারণা এড়াতে ১০৯, ৫৭৫, ১২৫৪ টাকার মতো পরিমাণে তেল ভরুন। পেট্রোল পাম্প থেকে শুধুমাত্র স্বাভাবিক অর্থাৎ নিয়মিত তেল ভরুন।  

পেট্রোল এবং ডিজেল ভরার সময় সর্বদা আপনার নির্ভরযোগ্য পেট্রোল পাম্পে যান। যেখান সেখান থেকে পেট্রোল-ডিজেল ভরবেন না তাতে প্রতারণার আশঙ্কা থাকে।

পেট্রোল-ডিজেলের বিশুদ্ধতা নিয়ে চলছে গ্রাহকদের সঙ্গে প্রতারণার খেলা। এতে কারসাজি করে প্রতারিত হচ্ছেন গ্রাহকরা। পেট্রোল পাম্পে মেশিনের স্ক্রিনে আপনি পেট্রোল-ডিজেলের ঘনত্ব দেখতে পাবেন, যা সরাসরি গুণমান অর্থাৎ জ্বালানির বিশুদ্ধতাকে প্রতিফলিত করে। এই দিকে নজর রাখলে আপনি প্রতারণা এড়াতে পারবেন। আপনি গাড়ি বা বাইকে তেল ভরানোর সময় তেলের ঘনত্বে নজর দেওয়া দরকার। প্রতি কিউবিক মিটারে পেট্রোলের জন্য এই ঘনত্ব হওয়া উচিত ৭৩০-৮০০ কেজি। অন্যদিকে ডিজেলের ঘনত্ব হওয়া দরকার ৮৩০-৯০০ কেজি প্রতি কিউবিক মিটারে। যদি পেট্রোলের ঘনত্ব ৭৩০-এর কম হয়, তাহলে সেই পেট্রোলে অন্য কিছু রাসায়নিক মেশানো আছে, যা ক্ষতিকারক।

মেনে চলুন এই সেরা টিপস, রকেট গতিতে কমবে বাড়ির বিদ্যুৎ বিল

যদি পেট্রোল পাম্প আপনাকে প্রতারিত করার চেষ্টা করে। আপনি সরাসরি সেই পাম্পের সম্প্ররকে অভিযোগ জানাতে পারেন। ভারত পেট্রোলিয়ামের পেট্রোল পাম্প সম্পর্কে অভিযোগ করতে, টোল ফ্রি নম্বর 1800-22-4344 এ কল করুন।  HP পেট্রোল পাম্প সম্পর্কে অভিযোগের জন্য, টোল-ফ্রি হেল্পলাইন নম্বর 1800-2333-555 এ কল করুন। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পেট্রোল পাম্পের জন্য, 1800 2333 555 নম্বরে কল করুন। এছাড়াও, আপনি পেট্রোলিয়াম এবং প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের অফিসিয়াল ওয়েবসাইট https://pgportal.gov.in/ এ গিয়ে অভিযোগ জানাতে পারেন।

Petrol-Diesel
Advertisment