Planetary Parade 2025: মহাকাশে 'প্ল্যানেট প্ল্যারেড', খালি চোখেই দেখুন বিরল এই মহাজাগতিক ঘটনা

Planetary Parade 2025:মহাকাশে ঘটে যাওয়া বিরল মহাজাগতিক ঘটনা সম্পর্কে আপনি কী উৎসাহী? তাহলে আপনার জন্য ২৮ শে ফেব্রুয়ারি হতে চলেছে বিশেষ একটি দিন।

author-image
IE Bangla Tech Desk
New Update
planetary parade 2025

মহাকাশে 'প্ল্যানেট প্ল্যারেড', খালি চোখেই দেখুন বিরল এই মহাজাগতিক ঘটনা Photograph: (ফাইল চিত্র)

Planetary Parade 2025: ২৮শে ফেব্রুয়ারি ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা। ভারত থেকেও আপনি আপনিও এই দৃশ্যের সাক্ষী থাকতে পারেন।  কখন এবং কীভাবে দেখবেন তা জানুন আজকের এই প্রতিবেদনে।  

Advertisment

মহাকাশে ঘটে যাওয়া বিরল মহাজাগতিক ঘটনা সম্পর্কে আপনি কী উৎসাহী? তাহলে আপনার জন্য ২৮ শে ফেব্রুয়ারি হতে চলেছে বিশেষ একটি দিন। 

এই দিনেই ঘটতে চলেছে বিরল মহাজাগতিক ঘটনা। ২৮শে ফেব্রুয়ারি,  সৌরজগতের অনেক গ্রহকে এক সারিতে অবস্থান করবে। সবচেয়ে মজার বিষয় হল আপনি খালি চোখেও এই দৃশ্য দেখতে পাবেন। মহাকাশের এই বিরল ঘটনাটি 'প্ল্যানেট প্যারেড' নামেও পরিচিত  বিজ্ঞানীরা জানিয়েছেন, ২০৪০ সালের আগে এমন দৃশ্য আর চাক্ষুষ করা যাবে না। 

২৮শে ফেব্রুয়ারি ৭টি গ্রহ একই সারিতে অবস্থান করবে। বুধ, শুক্র, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন এদিন মহাকাশে একই সরলরেখায় অবস্থান করবে। নাসার মতে, এই ঘটনাটি খুবই বিশেষ কারণ সাধারণত এই ধরণের প্যারেডে  ৪টির বেশি গ্রহ একত্রিত হয় না। কিন্তু এবার এখানে একসাথে ৭টি গ্রহ দেখা যাবে। এই ঘটনাটিকে আরও অসাধারণ কারণ গোটা ঘটনাটি খালি চোখে দৃশ্যমান হবে।  

Advertisment

'ডিজিট্যাল বিপ্লবে' ছন্দপতন! Google Pay-তে বিল পেমেন্টে দিতে হবে এক্সট্রা চার্জ, মাথায় হাত লাখ লাখ মানুষের

এদিন প্ল্যানেট প্যারেড দেখার সেরা সময় সূর্যাস্তের ৪৫ মিনিট পর। অন্ধকার নেমে আসার সাথে সাথে আকাশে চারটি গ্রহ - শুক্র, মঙ্গল, বৃহস্পতি এবং ইউরেনাসকে খালি চোখে দেখা যাবে। কিন্তু শনি, বুধ এবং নেপচুন দেখতে হলে আপনার দূরবীন অথবা টেলিস্কোপের প্রয়োজন হবে। এই গ্রহগুলো খালি চোখে দেখা যাবে না।

science