Google Pay: 'ডিজিট্যাল বিপ্লবে' ছন্দপতন! Google Pay-তে বিল পেমেন্টে দিতে হবে এক্সট্রা চার্জ, মাথায় হাত লাখ লাখ মানুষের

Google Pay: গুগল পে-এর মাধ্যমে বিল পেমেন্টে এখন দিতে হবে এক্সট্রা চার্জ! হঠাৎ করেই ডিজিট্যাল বিপ্লবে ছন্দপতন। কেবল Google Pay-নয়। PhonePe-তেও বিল পেমেন্টের উওর আপনাকে ফি প্রদান করতে হবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Google Pay.

'ডিজিট্যাল বিপ্লবে' ছন্দপতন! Google Pay-তে বিল পেমেন্টে দিতে হবে এক্সট্রা চার্জ Photograph: (ফাইল চিত্র)

Google Pay:  গুগল পে-এর মাধ্যমে বিল পেমেন্টে এখন দিতে হবে এক্সট্রা চার্জ! হঠাৎ করেই ডিজিট্যাল বিপ্লবে ছন্দপতন।  কেবল Google Pay-নয়। PhonePe-তেও  বিল পেমেন্টের উওর আপনাকে ফি প্রদান করতে হবে।

Advertisment

একেবারে ফ্রি'তে মাস পেরিয়ে বছরভর দেখুন সেরা কন্টেন্ট, JioHotstar এর সাবস্ক্রিপশন এখন বিনামূল্যে

ভারতের অন্যতম বৃহৎ ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম, গুগল পে এখন ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্টের উপর ফি নেওয়া শুরু করেছে। এই পরিবর্তন লক্ষ লক্ষ ব্যবহারকারীর কাছে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যারা আগে কোনও অতিরিক্ত ফি ছাড়াই বিদ্যুৎ ও অন্যান্য বিল এই অ্যাপে পেমেন্ট করতেন তাদের এখন থেকে দিতে হবে এক্সট্রা চার্জ।  গুগল পে ওয়েবসাইট অনুসারে, লেনদেনের মূল্যের উপর নির্ভর করে এই ফি ০.৫% থেকে ১% পর্যন্ত হতে পারে। এর পাশাপাশি, এর উপর জিএসটিও প্রযোজ্য হবে। তবে, UPI লিঙ্কড ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে করা অর্থপ্রদানের ক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ প্রযোজ্য হবে না। সাম্প্রতিক সময়ে, আরও অনেক ফিনটেক কোম্পানি UPI লেনদেন থেকে রাজস্ব আয়ের জন্য একই ধরণের পদক্ষেপ নিয়েছে।

গুগল পে ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, লেনদেনের মূল্যের উপর নির্ভর করে এই নতুন ফি ০.৫% থেকে ১% পর্যন্ত  হতে পারে। দ্য ইকোনমিক টাইমসের মতে, গুগল পে ২০২৫ সালের জানুয়ারিতে ৮.২৬ ট্রিলিয়ন টাকার UPI লেনদেন প্রক্রিয়া করেছে, যা এটিকে PhonePe-এর পরে দ্বিতীয় বৃহত্তম ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মে পরিণত করেছে। এর আগে, গুগল পে মোবাইল রিচার্জের উপর ৩ টাকা চার্জ আরোপ করেছিল।

Advertisment

৬,০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি, বড় স্টোরেজ, নাম মাত্র দামে লঞ্চ Realme P3 সিরিজ

এই পরিবর্তনটি কেবল Google Pay-এর মধ্যেই সীমাবদ্ধ নয়। PhonePe ক্রেডিট এবং ডেবিট কার্ড ব্যবহার করে বিল পেমেন্টের উপরও ফি নেবে। একই সময়ে, Paytm প্ল্যাটফর্মে UPI রিচার্জ এবং বিল পেমেন্টের জন্য ১ টাকা থেকে ৪০ টাকা পর্যন্ত ফি নেয়। বর্তমানে, Google Pay ব্যবহারকারীদের ক্রেডিট এবং ডেবিট কার্ডের মাধ্যমে বিল পেমেন্ট করার সময় এই নতুন চার্জটি মাথায় রাখতে হবে।

UPI