F2 নয়, F1 Armoured এডিশন। বড়দিনে সান্টা ক্লজ শাওমি ভারতের বাজারে নিয়ে এল নতুন এডিশন। ২৬ ডিসেম্বর থেকে লাইভ হবে, অর্থাৎ শাওমি বা যেকোনো ইকমার্স সাইট থেকে কিনতে পারবেন ফোনটি। তা এই নতুন পোকো ফোন অক্টোবরে লঞ্চ হওয়া পোকো ফোনের চেয়ে কতটা আলাদা?
নতুন এডিশনে বদল ঘটেছে আউটলুকের। কেভলার ফাইবারের সঙ্গে পলিকার্বোনেট বডি, সঙ্গে একটু আলাদারকম টেক্সচার যা অন্যান্য ফোনের থেকে পৃথক করে নতুন মডেলটিকে। দুটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে ফোনটি, ৬জিবি,৮ জিবি র্যামের সঙ্গে ১২৮ ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ। ৮ জিবি র্যাম ভার্সনের ফোনটির দাম ২৯,৯৯৯ টাকা।
আরও পড়ুন: গুগল ম্যাপ বলে দেবে অটো, ওলা, উবেরের রুট সহ ভাড়া
২৫ তারিখ রাত ১২ টার পর Mi.com ও ফ্লিপকার্ট থেকে কিনতে পারা যাবে। নতুন ফোনটিতে রয়েছে ৬.১৮ ইঞ্চির full HD+ resolution, ১৮: ৭ : ৯ অ্যাসপেক্ট রেশিওর LCD ডিসপ্লে রয়েছে ফোনটিতে। কোয়ালকাম স্ন্যাপড্রাগন ৮৪৫ প্রসেসরের সঙ্গে Adreno 630 GPU রয়েছে।
১২ ও ৫ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে ফোনটিতে। সেলফির জনপ্রিয়তাকে মাথায় রেখে ফোনের সামনে রয়েছে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা, সঙ্গে LED ফ্ল্যাশ। F1 Armoured এডিশনের ব্যটারি ব্যাকআপ ৪০০০ mAh। অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেমে চলবে ফোনটি। দাম ২৩,৯৯৯ টাকা।
Read th full story in English