Portable AC Buying Guide: Portable AC বাজার কাঁপাচ্ছে, ঘর ঠাণ্ডায় Split AC-কেও টেক্কা? কেনার আগে মাথায় রাখুন এই বিষয়গুলি

Portable AC Must-Have Features: গরমে ঘরবাড়িতে থাকা মানুষের জন্য যেন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে মানুষ এসি (Air Conditioner) মেশিনের আশ্রয় নিচ্ছেন।

Portable AC Must-Have Features: গরমে ঘরবাড়িতে থাকা মানুষের জন্য যেন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে মানুষ এসি (Air Conditioner) মেশিনের আশ্রয় নিচ্ছেন।

author-image
IE Bangla Tech Desk
New Update
Portable AC Buying Guide And Tips

Portable AC বাজার কাঁপাচ্ছে, ঘর ঠাণ্ডায় Split AC-কেও টেক্কা

Portable AC Buying Guide 2025: গরমে ঘরবাড়িতে থাকা মানুষের জন্য যেন দুর্বিষহ হয়ে উঠেছে। এমন পরিস্থিতিতে গরম থেকে বাঁচতে মানুষ এসি (Air Conditioner)  মেশিনের আশ্রয় নিচ্ছেন। প্রচণ্ড গরমে কুলারও ঠিক মত কাজ করছে না। কুলারের চেয়ে এসির দাম বেশ খানিকটা বেশি। কিন্তু তাপ থেকে বাঁচতে 'পারফেক্ট' এসি। ব্যয়বহুল হওয়ার পাশাপাশি এসিতে বিদ্যুৎ বিলও বেশি আসে। সেকথা মাথায় রেখে এসি কেনার আগেই চিন্তা-ভাবনা করা প্রয়োজন। সাধারণত বাজারে এসি কেনার ক্ষেত্রে একাধিক অপশন রয়েছে। ইচ্ছা অনুসারে আপনি উইন্ডো, স্প্লিট, পোর্টেবেল এসি কিনতে পারেন। এখন প্রশ্ন হল ৫০ ডিগ্রি তাপমাত্রায় পোর্টেবল এসি ঘর ঠান্ডা রাখতে সাহায্য করে? কেনার আগে এই বিষয়গুলো মাথায় রাখুন

Advertisment

গরম দরজায় কড়া নাড়ছে। প্রচন্ড গরমে আম-আদমির নাভিশ্বাস ওঠার জোগাড়। গ্রীষ্ম যত বাড়ছে ততই বাড়ছে এসির চাহিদা।  পোর্টেবল এয়ার কন্ডিশনার বাজারে এখন ট্রেন্ড করছে। আপনিও কী নিজের জন্য এসি কেনার আগে উইন্ডো  বা স্প্লিট এসির পরিবর্তে পোর্টেবল এসি কেনার কথা ভাবছেন? তাহলে আজকের এই প্রতিবেদনে  জেনে নিন প্রচণ্ড গরমে পোর্টেবল এসি কতটা কার্যকর? পোর্টেবল এসি উইন্ডো এবং স্প্লিট এসি থেকে আলাদা। 

মুহূর্তের ভূলে 'আক্ষেপের' শেষ থাকবে না, চলে যেতে পারে সাধের এসির 'প্রাণ'

স্প্লিট এবং উইন্ডো এসির বিপরীতে, পোর্টেবল এসিগুলি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সহজ। স্প্লিট এবং উইন্ডো এসি একবার এক স্থানে ইন্সটল করলে অন্য কোথাও সরিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। পোর্টেবল এসি গুলি বহনযোগ্য। আপনি সহজেই এগুলিকে একটি ঘর থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবেন। পোর্টেবল এসি কেনার আগে আপনার এই বিষয়গুলি জানা উচিত।

Advertisment

পোর্টেবল এসি থেকে বের হওয়া গরম বাতাসকে ঘর থেকে বের করে দেওয়ার জন্য এই ধরণের এসিগুলিকে জানালার কাছাকাছি  কোন স্থানে ইন্সটল করতে হবে। 

পোর্টেবল এসিতে জমে থাকা জল নিজেকেই মাঝে মধ্যে খালি করে নিতে হয়। যেখানে উইন্ডো বা স্প্লিট এসিতে এই কাজটি স্বয়ংক্রিয়ভাবে ঘটে। এমন পরিস্থিতিতে, পোর্টেবল এসি কেনার আগে এই বিষয়টি মাথায় রাখাটাও দরকার। 

পোর্টেবল এসির কম্প্রেসার অন্তর্নির্মিত থাকে। এমন পরিস্থিতিতে, স্প্লিট বা উইন্ডো এসির থেকে বেশি শব্দ হয় পোর্টেবেল এসিতে। রাতে এসি ব্যবহারে ঘুমানোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। 

এয়ার কন্ডিশনারের কাজ হল ঘর ঠান্ডা করা। এমন পরিস্থিতিতে, পোর্টেবল এসি কি আদৌ স্প্লিট এসির মত ঘর ঠান্ডা করতে পারে? পোর্টেবল এসি ছোট রুমের জন্য আইডিয়াল হলেও বড় ঘর বা হলের জন্য, উইন্ডো এবং স্প্লিট এসি ইনস্টল করা ভালো। পোর্টেবল এসি সাধারণ এসির তুলনায় ঘর কিছুটা হলেও কম ঠান্ডা করে। সাধারণত, পোর্টেবল এসি দেড় টন পর্যন্ত ধারণক্ষমতার হয়, এগুলি ১৫০ বর্গফুট পর্যন্ত একটি ঘর ঠান্ডা করতে সক্ষম। আপনার ঘরটি যদি  উপরের তলায় না হয়, তাহলে পোর্টেবল এসি থেকে আপনি দারুণ শীতলতা পাবেন। 

Air Conditioner