Air Conditioner Maintenance: মুহূর্তের ভূলে 'আক্ষেপের' শেষ থাকবে না, চলে যেতে পারে সাধের এসির 'প্রাণ'

Air Conditioner Maintenance Tips: মুহূর্তের ভূলে চিরতরে নষ্ট হবে সাধের এসিটি। প্রবল গরম থেকে স্বস্তি পেতে ৮০ শতাংশের বেশি মানুষের ভরসা এসি।

Air Conditioner Maintenance Tips: মুহূর্তের ভূলে চিরতরে নষ্ট হবে সাধের এসিটি। প্রবল গরম থেকে স্বস্তি পেতে ৮০ শতাংশের বেশি মানুষের ভরসা এসি।

author-image
IE Bangla Tech Desk
New Update
Ac stabilizer

ভোল্টেজ বেড়ে গেলে এসির পিসিবি বোর্ড পুড়ে যাওয়ার এবং কম্প্রেসার এবং মোটরের মতো এসির যন্ত্রাংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে।

5 Way Of Air Conditioner Maintenance: মুহূর্তের ভূলে চিরতরে নষ্ট হবে সাধের এসিটি। প্রবল গরম থেকে স্বস্তি পেতে ৮০ শতাংশের বেশি মানুষের ভরসা এসি। আপনিও যদি গরম এড়াতে এয়ার কন্ডিশনার ব্যবহার করেন, তাহলে আপনার জানা উচিত কোন ভুলের কারণে সাধের এসিটি ক্ষতিগ্রস্ত হতে পারে? স্টেবিলাইজার ছাড়া এসি চালানো  আদৌ কী উচিত? 

Advertisment

বাড়ছে গরম। সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে এসি কেনার হিড়িক। গরম থেকে বাঁচতে কেউ কেউ কুলার ব্যবহার করছেন আবার কেউ কেউ এয়ার কন্ডিশনার ব্যবহার করছেন। যখনই আপনি নতুন এসি কিনতে যাবেন দোকানদার আপনাকে এসির সঙ্গে একটি এসি স্টেবিলাইজারও দিয়ে থাকেন স্টেবিলাইজার ছাড়া কি এসি আদৌ চালানো যায় ? অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে এসির সাথে স্টেবিলাইজার কেনো কেনা দরকার এবং স্টেবিলাইজার ছাড়া এসি চালানো হলে কী হবে?

পরিবারের সঙ্গে কেদারনাথ যাচ্ছেন? কবে থেকে শুরু হেলিকপ্টার বুকিং? ভাড়া কত?

বাজারে, আপনি এমন অনেক এসির মডেল পাবেন যেগুলিতে স্টেবিলাইজারের কোনও প্রয়োজন নেই। কারণ এই সব এসির ভিতরে একটি অন্তর্নির্মিত স্টেবিলাইজার দেওয়া হয়ে থাকে। হয়েছে। কিন্তু এখনও অনেক মডেল আছে যেখানে এই সুবিধা পাওয়া যায় না। যদি আপনি এমন একটি এসি কিনে থাকেন যার মধ্যে কোনও ইনবিল্ট স্টেবিলাইজার নেই এবং আপনি স্টেবিলাইজার ছাড়াই এসি চালান, তাহলে আপনার এসির  ক্ষতি হতে পারে। 

Advertisment

এসি স্টেবিলাইজারের কাজ কী?
স্টেবিলাইজারের কাজ হল ভোল্টেজের ওঠানামা নিয়ন্ত্রণ করা। গ্রীষ্মকালে সাধারণ ভাবে ভোল্টেজের সমস্যা সব জায়গাতেই দেখা যায়। ভোল্টেজের ওঠা নামার কারণে এসি ক্ষতিগ্রস্ত হতে পারে। স্টেবিলাইজার ভোল্টেজের ওঠানামাকে কন্ট্রোল করে এবং এসিকে সুরক্ষিত রাখে।

ভোল্টেজ বেড়ে গেলে এসির পিসিবি বোর্ড পুড়ে যাওয়ার এবং কম্প্রেসার এবং মোটরের মতো এসির যন্ত্রাংশের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। ভোল্টেজ কম হলে শীতলকরণ ক্ষমতা হ্রাস পেতে পারে এবং কম্প্রেসারের উপর লোড বাড়তে পারে। শুধু তাই নয়, এসির লাইফও কমে যেতে পারে।

Air Conditioner