New Update
/indian-express-bangla/media/media_files/2025/05/03/bzQUNNjGPGtE8kOhf4OA.jpg)
হালকা, ফেক্সিবেল ডিজাইন! গরমে পান 'হাইটেক কুলিং', ঘরে ঘরে ঘুরে শীতলতা ছড়াবে,
portable ac buying guide: গ্রীষ্মকাল মানেই রোদের তেজে হাঁসফাঁস দশা। আপাতত বৃষ্টির ধাক্কায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও, ফের গরমে চড়বে পারদ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অনেকেই এসি কেনার কথা ভাবছেন
হালকা, ফেক্সিবেল ডিজাইন! গরমে পান 'হাইটেক কুলিং', ঘরে ঘরে ঘুরে শীতলতা ছড়াবে,
portable ac buying guide: এই গ্রীষ্মে যদি ঘরকে তাপমুক্ত রাখতে চান এবং দেওয়াল ফুটো না করে এসি ব্যবহার করতে চান, তাহলে পোর্টেবল এসি-ই হতে পারে আপনার সেরা সঙ্গী। অনলাইন শপিং প্ল্যাটফর্ম দেখে বেছে নিন আপনার পছন্দের মডেল।
গরম পড়তেই বাড়ছে এসির চাহিদা। কিন্তু অনেকেরই স্প্লিট বা উইন্ডো এসি লাগানোর মত জায়গা নেই। বিশেষ করে ভাড়া বাড়িতে যারা থাকেন তাঁদের ক্ষেত্রে সমস্যাটা অনেকটাই বেশি। এমন অবস্থায় পোর্টেবল এসি হতে পারে সেরা বিকল্প। শুধু প্লাগ ইন করলেই মিলবে দারুণ ঠান্ডা হাওয়া। নেই কোনও ইনস্টলেশনের ঝামেলা।
গ্রীষ্মকাল মানেই রোদের তেজে হাঁসফাঁস দশা। আপাতত বৃষ্টির ধাক্কায় তাপমাত্রা কিছুটা কম থাকলেও, ফের গরমে চড়বে পারদ। পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে অনেকেই এসি কেনার কথা ভাবছেন, কিন্তু অনেকেই আছেন যারা দেওয়াল ফুটো করে স্থায়ী এসি বসানোর ঝক্কিতে যেতে চান না। তাঁদের জন্য দারুণ সমাধান হতে পারে পোর্টেবল এয়ার কন্ডিশনার (Portable AC)।
এই ধরনের এসি এখন শহরাঞ্চলের ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠছে। কারণ, এতে নেই ইনস্টলেশনের ঝামেলা, নেই দেওয়াল ফুটোর প্রয়োজন। শুধু প্লাগ-ইন করে দিলেই ঘর ঠান্ডা। চলুন জেনে নেওয়া যাক বাজারে উপলব্ধ সেরা ৫টি পোর্টেবল এসি, যেগুলি আপনার গরমের দিনে এনে দেবে হাড় কাঁপানো ঠাণ্ডার অনুভূতি।
এই কারণেই কী বাড়ছে বিদ্যুত বিল? গরমে ছোট্ট ভুলে বিরাট খেসারত!
পোর্টেবল এসি কী? (What is Portable AC?)
পোর্টেবল এসি একটি মোবাইল এয়ার কন্ডিশনিং ইউনিট যা আপনি ঘরের যেকোনো জায়গায় সহজেই সরিয়ে নিয়ে যেতে পারেন। এর নীচে চাকা থাকায় এটি ড্রইং রুম থেকে বেডরুমে অনায়াসেই সরিয়ে নিয়ে যেতে পারবেন আপনি। সাধারণত ৯০ স্কোয়ারফুট জায়গা সহজেই ঠান্ডা করতে পারে এই এসি গুলি।
ভারতের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের পোর্টেবল এসি পাওয়া যাচ্ছে সাধ্যের মধ্যেই।
অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্মে সময় মতো অফারে কিনলে আরও কম দামে মিলতে পারে।
1. Blue Star 1-Ton Fixed-Speed Portable AC
2. Egakkan Portable Air Conditioner
3. Voltas 241 CZMM 2 Ton Slimline Portable AC
4. AMFAH AMF-P18 DAC 1.5 Ton Portable AC
5. Howoten Portable Air Conditioner Fan
ভারতের বাজারে দাপিয়ে বেড়াবে iphone, বিরাট পরিকল্পনা টিম কুকের, দাম কমবে?
BTU (British Thermal Unit): কুলিং ক্ষমতা এই মাপকাঠিতে নির্ধারিত হয়। যত বেশি, তত ভালো কুলিং।
ওজন: যতটা সম্ভব হালকা (২২ কেজির মধ্যে) হলে সরানো সহজ হবে।
এনার্জি রেটিং: অন্তত ফোর স্টার রেটিং হলে বিদ্যুৎ বাঁচবে।
ইনস্টলেশন: এই এসি গুলিতে কোনও স্থায়ী ইনস্টলেশনের প্রয়োজন নেই।