Technology Apple Stores: ভারতের বাজারে দাপিয়ে বেড়াবে iphone, বিরাট পরিকল্পনা টিম কুকের, দাম কমবে?

Apple Retail Stores: অ্যাপল CEO টিম কুক জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে ভারতে নতুন চারটি অ্যাপল রিটেল স্টোর খোলা হবে। জেনে নিন, কোন কোন শহরে স্টোর ও উৎপাদনের নতুন পরিকল্পনা নিচ্ছে অ্যাপল।

Apple Retail Stores: অ্যাপল CEO টিম কুক জানিয়েছেন, চলতি বছরের শেষ দিকে ভারতে নতুন চারটি অ্যাপল রিটেল স্টোর খোলা হবে। জেনে নিন, কোন কোন শহরে স্টোর ও উৎপাদনের নতুন পরিকল্পনা নিচ্ছে অ্যাপল।

author-image
IE Bangla Tech Desk
New Update
Apple stores: অ্যাপল স্টোর।

Apple stores: অ্যাপল স্টোর। (প্রতীকী ছবি)

Apple to Open New Stores: ২০২৫ সালের দ্বিতীয় অর্থবর্ষের আয় রিপোর্টে অ্যাপল CEO টিম কুক ঘোষণা করেছেন বড় খবর। তিনি জানিয়েছেন, ভারতে অ্যাপলের রিটেল এক্সপানশনের দ্বিতীয় পর্যায় শুরু হচ্ছে চলতি বছরের শেষদিকে। বর্তমানে মুম্বই (BKC) এবং দিল্লি (Saket)-এ অ্যাপলের দুটি ফিজিক্যাল স্টোর থাকলেও, আরও চারটি নতুন স্টোর চালু হতে চলেছে। সম্ভাব্য লোকেশন হিসেবে থাকছে পুণে, বেঙ্গালুরু, দিল্লি NCR এবং মুম্বইয়ের অন্য একটি অংশ।

Advertisment

ভারতে অ্যাপলের রিটেল যাত্রা

অ্যাপলের ভারতে রিটেল জার্নি শুরু হয়েছিল ২০২০ সালে, Apple Store Online চালুর মাধ্যমে। এরপর ২০২৩ সালে ফিজিক্যাল স্টোর চালু হয়। অ্যাপল বলেছে, গ্রাহকদের মধ্যে এই স্টোরগুলো দারুণ সাড়া পেয়েছে। এখন নতুন স্টোর খোলার মধ্য দিয়ে আরও বেশি শহরে পা রাখছে অ্যাপল।

কেন গুরুত্বপূর্ণ এই ঘোষণা?

Advertisment

ভারত এখন শুধুমাত্র অ্যাপলের একটি বড় বাজারই নয়, বরং এক গুরুত্বপূর্ণ উৎপাদন কেন্দ্রও হয়ে উঠছে। iPhone 16 সিরিজের সমস্ত মডেল—iPhone 16e থেকে শুরু করে 16 Pro Max—এখন ভারতে তৈরি হচ্ছে। এমনকি Apple CEO বলেছেন, 'এই বছরের জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে যুক্তরাষ্ট্রে বিক্রি হওয়া অধিকাংশ iPhone-এর উৎপত্তি ভারত থেকে হবে।'

আরও পড়ুন- সকালে খালিপেটে লেবুজলে মনোমত কাজ হচ্ছে না? একবার এটা চেষ্টা করে দেখুন, হাতেনাতে রেজাল্ট পাবেন

অ্যাপলের উৎপাদন কৌশলে ভারতের ভূমিকা

চিনের ওপর নির্ভরতা কমাতে অ্যাপল ধীরে ধীরে তাদের উৎপাদনের ভার ভারতে ও ভিয়েতনামে স্থানান্তর করছে। চিনের ওপর ১৪৫% ট্যারিফ এবং আমেরিকার বিরুদ্ধে পালটা বৃদ্ধির কারণে, Apple তার উৎপাদন ইউনিটে দ্রুত পরিবর্তন আনছে।

আরও পড়ুন- দাঁত মাজার পরও যাচ্ছে না মুখে দুর্গন্ধ, অপ্রস্তুত হচ্ছেন সব জায়গায়, এই উপায়েই করুন চটজলদি সমাধান

গ্রাহকদের জন্য সুবিধা

নতুন অ্যাপল স্টোর খোলার ফলে ব্যবহারকারীরা আরও সহজে তাদের পছন্দের iPhone, Mac, iPad, Apple Watch ইত্যাদি পণ্য হাতে নিয়ে দেখে কিনতে পারবেন। সেই সঙ্গে অ্যাপল কাস্টমার সার্ভিসও আরও উন্নত হবে।

আরও পড়ুন- দ্রুত চুল পড়ে যাচ্ছে, জেনে নিন কীভাবে টাক পড়া ঠেকাবেন, অনবদ্য এই সব কৌশলে হয়ে উঠুন সুন্দর

পরিষেবা ক্ষেত্রেও রেকর্ড

এই রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। অ্যাপলের 'Services' সেগমেন্ট— যার মধ্যে রয়েছে Apple Music, iCloud, Apple TV+, Arcade ইত্যাদি— ডাবল ডিজিট গ্রোথ করেছে। অ্যাপলের অ্যাকটিভ ডিভাইস ইনস্টলেশন বেসও সর্বকালীন পর্যায়ে পৌঁছেছে।

আরও পড়ুন- হাজারো চেষ্টাতেও সারছে না ব্রণ! ট্রাই করুন এগুলো, মিলবে নিশ্চিত মুক্তি

ভারতে অ্যাপলের রিটেল ও উৎপাদনের প্রসার শুধুমাত্র এই দেশের অর্থনীতির জন্যই গুরুত্বপূর্ণ নয়, বরং এটি এক আন্তর্জাতিক কৌশলগত পদক্ষেপও। নতুন স্টোর, স্থানীয় উৎপাদন এবং পরিষেবা বৃদ্ধির মাধ্যমে Apple ভারতের বাজারে নিজের অবস্থান আরও মজবুত করছে। ২০২৫ সালের শেষ নাগাদ ভারতের আরও অনেক শহরে অ্যাপল স্টোর খুলবে—এমন ইঙ্গিতও মিলেছে। 

iphone apple India