Advertisment

ওয়ানপ্লাস সেভেনের দাম কত হতে পারে জানেন ?

কেনার ইচ্ছা থাকুক বা না থাকুক, দাম বাড়লে সেই ফোনের প্রতি কৌতূহলও বৃদ্ধি পায়। সম্প্রতি এই আগ্রহ দেখা গেছে OnePlus 7 সিরিজের ক্ষেত্রে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সেলেব ফোন নিয়ে মাথাব্যাথা থাকে সকলের। কী আছে ফোনে? কত টা স্মার্ট সে? এক ক্লিকে ঠিক কি কি কাজ করা সম্ভব এই সব বিষয়ের জানার আগ্রহ রয়েছে স্মার্টফোন প্রেমীদের। কেনার ইচ্ছা থাকুক বা না থাকুক, দাম বাড়লে সেই ফোনের প্রতি কৌতূহলও বৃদ্ধি পায়। সম্প্রতি এই আগ্রহ দেখা গেছে OnePlus 7 সিরিজের ক্ষেত্রে। এই হাই-এন্ড ফোনের দাম হতে পারে প্রায় হাজার পঞ্চাশ টাকা। তবে র‌্যামের ভিত্তিতে সর্বোচ্চ দাম ছুতে পারে ৫৭,৯৯৯ টাকা।

Advertisment

আরও পড়ুন:Redmi Y3 কিনলে হতাশ হওয়ার সম্ভাবনা

দায়িত্ব নিয়ে এই তথ্য ফাঁস করেছে ঈশান আগারওয়াল। তিনি জানিয়েছেন, ৬ জিবি র‌্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজের OnePlus 7 Pro এর দাম হবে ৪৯,৯৯৯ টাকা। ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ দাম ৫২,৯৯৯ টাকা। ১২ জিবি র‌্যামের সঙ্গে ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজর দাম হবে ৫৭,৯৯৯ টাকা। কদিন ধরেই গুজব রটেছিল, OnePlus 7 ফোনের থেকে OnePlus 7 Pro এর দাম অনেকটাই বেশি হতে পারে ।

মনে করা হচ্ছে, দাম ও ফিচারের দিক দিয়ে iPhone XS, Galaxy S10+, সঙ্গে টেক্কা দেবে OnePlus 7 Pro ।

এখন প্রশ্ন কী কী ফিচার আছে OnePlus 7 Pro ফোনটিতে?

প্রথমত, ১২ জিবি র‌্যাম, দ্বিতীয়ত পপ-আপ সেলফি ক্যামেরা, ও তৃতীয়ত ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা থাকছে OnePlus 7 Pro-তে। তিন ক্যামেরার সেটআপ থাকবে ফোনটিতে সঙ্গে 3x অপটিকাল জুম। স্ন্যাপড্রাগন ৮৫৫ প্রসেসরের সঙ্গে ৬/৮/১২ জিবির র‌্যামের সঙ্গে ১২৮/২৫৬ জিবি স্টোরেজে পাওয়া যাবে OnePlus 7 Pro।

১৪ মে রিলিজ হবে ওয়ানপ্লাসের সেভেন সিরিজ। অ্যামাজনে আগাম বুকিংয়ের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

Read the full story in English

oneplus
Advertisment