Digital Privacy: বিশ্বব্যাপী সাইবার নিরাপত্তা প্রদানে অন্যতম নাম কুইক হিল টেকনোলজিস। ভারতের আর্থিক জালিয়াতি প্রতিরোধে এই প্রথম AntiFraud.AI (অ্যান্টিফ্রড.এআই) চালুর ঘোষণায় চমকে দিয়েছে সংস্থা ৷ এই 'মেড ইন ইন্ডিয়া' সলিউশনটি আর্থিক জালিয়াতির বিরুদ্ধে ডিজিটাল সুরক্ষায় বিপ্লব আনবে বলেই দাবি করা হয়েছে Quick Heal-এর তরফে।
ইন্টারনেট ছাড়া UPI পেমেন্ট, সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন?
দিনে দিনে বেড়েই চলেছে আর্থিক জালিয়াতির মত ঘটনা। ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টারের তথ্য অনুযায়ী, জানুয়ারি থেকে এপ্রিল ২০২৪ পর্যন্ত প্রতারকদের হাতে ভারতীয়দের আর্থিক ক্ষতির পরিমাণ ১৭৫০ কোটি টাকা। ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালের রিপোর্ট অনুসারে ৭৪০,০০০ এরও বেশি অভিযোগ জমা পড়েছে আর্থিক জালিয়াতি সংক্রান্ত। এই পরিসংখ্যান থেকে স্পষ্ট কোন পর্যায়ে পৌঁছেছে আর্থিক জালিয়াতি। এমন পরিস্থিতিতে কুইক হিলের AntiFraud.AI সরাসরি আর্থিক জালিয়াতি রুখবে।
১০০ কিলোমিটার ভ্রমণে খরচ মাত্র ১০ টাকা! বৈদ্যুতিক স্কুটারে আলোড়ণ ফেলে লঞ্চ হল X-MEN 2.0
AntiFraud.AI লঞ্চের বিষয়ে মন্তব্য করতে গিয়ে সংস্থার চিফ এক্সিকিউটিভ অফিসার বিশাল সালভি বলেন, “AntiFraud.AI এর মধ্য দিয়ে, আমরা কেবল একটি নতুন সমাধানই উন্মোচন করছি না বরং, জালিয়াতি প্রতিরোধের একটি নতুন উপায় সামনে এনেছি। আমাদের প্রতিশ্রুতি প্রযুক্তিগত দক্ষতাকে কাজে লাগিয়ে নিজেদের এবং প্রিয়জনকে জালিয়াতির শিকার থেকে রক্ষা করা। আমাদের লক্ষ্য হল একটি শক্তিশালী এবং সুরক্ষিত ডিজিটাল ওয়ার্ল্ড তৈরি করা যা আগামী বছরগুলিতে ভারতকে সমৃদ্ধির দিকে চালিত করবে।”