X-MEN 2.0 Electric Scooter: নতুন ইলেকট্রিক স্কুটার কিনবেন ভাবছেন? বাজেট নিয়ে চিন্তা? মধ্যেবিত্তের কথা মাথায় রেখে বাজারে লঞ্চ হল দুর্দান্ত এক ই-স্কুটার। একবার চার্জে চলবে ননস্টপ ১০০ কিলোমিটার পথ।
বাজেট নিয়ে চিন্তার দিন শেষ। একেবারে জলের দরে ভারতে ইলেকট্রিক লঞ্চ করল ইলেকট্রিক টু-হুইলার কোম্পানি ZELIO Ebikes! কম গতির ইলেকট্রিক স্কুটার X-MEN 2.0 লঞ্চ করেছে সংস্থা। এই বাইকটি সংস্থার জনপ্রিয় X-MEN স্কুটারের একটি আপগ্রেডেড ভার্সন। এই স্কুটারটি চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। এই ইলেকট্রিক স্কুটারের প্রারম্ভিক মূল্য 71,500 টাকা (এক্স-শোরুম)। X-MEN 2.0 ইলেকট্রিক স্কুটারটি আকর্ষণীয় ফিচার্স এবং আধুনিক ডিজাইনের সঙ্গে লঞ্চ করা হয়েছে।
সস্তার রিচার্জে সরাসরি চ্যালেঞ্জ! বুক কাঁপানো প্ল্যানে বাজারে ফের 'বোমা' ফাটাল BSNL
X-MEN 2.0 চারটি ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। লিড অ্যাসিড ব্যাটারি ভেরিয়েন্টগুলির মধ্যে রয়েছে 60V 32AH এবং 72V 32AH, যার দাম যথাক্রমে 71,500 এবং 74,000 টাকা ৷ যেখানে X-Men 2.0 ইলেকট্রিক স্কুটারের লিথিয়াম-আয়ন ব্যাটারি ভেরিয়েন্টের মধ্যে রয়েছে 60V 30AH এবং 74V 32AH, যার দাম যথাক্রমে 87,500 এবং 91,500 টাকা।
ইন্টারনেট ছাড়া UPI পেমেন্ট, সর্বোচ্চ কত টাকা পাঠাতে পারবেন?
X-MEN 2.0 ইলেকট্রিক স্কুটারের সর্বোচ্চ গতি 25 কিমি/ঘন্টা। এই স্কুটারটি সিঙ্গেল চার্জে ১০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দেবে বলেই সংস্থার তরফে জানানো হয়েছে। এর 60/72V BLDC মোটর প্রতি চার্জে মাত্র 1.5 ইউনিট শক্তি খরচ করে। লিথিয়াম-আয়ন মডেলগুলি ফুল চার্জে 4-5 ঘন্টা সময় নেয় এবং লিড অ্যাসিড মডেলগুলি সম্পূর্ণরূপে চার্জ হতে 8-10 ঘন্টা সময় নেয়৷ এই বৈদ্যুতিক স্কুটারটিতে চারটি রঙের বিকল্প বাজারে আনা হয়েছে। সবুজ, সাদা, রূপালী এবং লাল ।