Advertisment

Realme 14 Pro : ২৩ জানুয়ারি থাকছে বড় চমক! লেস্টেস্ট Realme 14 Pro সিরিজে হাজার হাজার ছাড়ের বিরাট সুযোগ

Realme 14 Pro Price: লঞ্চ হয়েছে Realme 14 Pro সিরিজ। সিরিজের অধীনে দুটি লেটেস্ট ফিচারের স্মার্টফোন এনেছে Realme । যার মধ্যে একটি Realme 14 Pro এবং অপরটি Realme 14 Pro+ । দুটি ফোনেই রয়েছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি

author-image
IE Bangla Tech Desk
New Update
Realme 14 Pro Series Specifications

ক্যামেরা থেকে তাক লাগানো ফিচার, Realme 14 Pro সিরিজে রয়েছে বিরাট চমক Photograph: (ফাইল ছবি)

Realme 14 Pro: লঞ্চ হয়েছে Realme 14 Pro সিরিজ। সিরিজের অধীনে দুটি লেটেস্ট ফিচারের  স্মার্টফোন এনেছে Realme । যার মধ্যে একটি Realme 14 Pro এবং অপরটি  Realme 14 Pro+। দুটি ফোনেই রয়েছে শক্তিশালী ৬০০০ এমএএইচ ব্যাটারি। পাশাপাশি রয়েছে ফাস্ট চার্জিং সাপোর্ট। ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত মিলবে প্রি-বুকিংয়ের সুবিধা। আগের সিরিজের তুলনায়, এই সিরিজে রয়েছে আরও অত্যাধুনিক ক্যামেরা, ব্যাটারি এবং পারফরম্যান্সের দিক থেকে রয়েছে আপগ্রেডেড ফিচার।  

Advertisment

যদি আপনি Realme এর হ্যান্ডসেট পছন্দ করেন, তাহলে এখন আপনার কাছে রয়েছে দারুন অপশন। রিয়েলমি মিড-রেঞ্জ সেগমেন্টে Realme 14 Pro সিরিজ লঞ্চ করেছে। যেটি গত বছর লঞ্চ হওয়া Realme 13 Pro লাইনআপের আপগ্রেডেড মডেল। এই সিরিজের অধীনে দুটি স্মার্টফোন সামনে আনা হয়েছে  Realme 14 Pro এবং Realme 14 Pro+। দুটি হ্যান্ডসেটই আপনি পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম ডিজাইন, লেটেস্ট ফিচার। Realme 14 Pro এর দাম শুরু হচ্ছে 24,999 টাকা থেকে, কিন্তু ব্যাঙ্ক ডিসকাউন্টের পরে 22,999 টাকায় কিনতে পারবেন Realme 14 Pro সিরিজ স্মার্টফোন। ২৩ জানুয়ারি দুপুর ১২টায় শুরু হবে এই ফোনের ফার্স্ট সেল।

দাম

Realme 14 Pro এর 8GB+128GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা এবং এর 8GB+256GB ভেরিয়েন্টের দাম 26,999 টাকা। এর সাথে কোম্পানি আপনাক দিচ্ছে  ২০০০ টাকার ব্যাংক অফার। একই সময়ে, Realme 14 Pro+ এর 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 29,999 টাকা। যেখানে এর 8GB+256GB ভেরিয়েন্টের দাম 31,999 টাকা। ১২ জিবি+ ২৫৬ জিবির থার্ড ভেরিয়েন্টও রয়েছে যার দাম 34,999 টাকা। কোম্পানি এই  মডেলের উপর দিচ্ছে 4000 টাকা পর্যন্ত ছাড়। এর পাশাপাশি, Realme সীমিত সময়ের জন্য প্রি-বুক অফারও দিচ্ছে। ফোনগুলি Flipkart, realme.in এবং সমস্ত রিটেল স্টোর থেকে ক্রেতারা কিনতে পারবেন।  

Advertisment

Realme 14 Pro এর ফিচার

Realme 14 Pro-তে রয়েছে 120Hz রিফ্রেশ রেটের 6.7-ইঞ্চি AMOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে ৷ ফোনটিতে 4,500 নিট পিক ব্রাইটনেস রয়েছে ৷ পাশাপাশি রয়েছে 6,000mAh ব্যাটারি ৷ একই সঙ্গে রয়েছে  66W ফাস্ট চার্জিং সাপোর্ট ৷ এই মডেলে রয়েছে মিডিয়াটেক ডিমেনশিয়া 7300 এনার্জি চিপসেটে । প্রো মডেলটি প্রো প্লাস মডেলের অপারেটিং সিস্টেমে চলবে । এই মডেলে 50MP মেইন ক্যামেরা রয়েছে, 13MP আল্ট্রা-ওয়াইড লেন্স, একটি 2MP ম্যাক্রো সেন্সর এবং 16MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷

Realme 14 Pro+ এর ফিচার 

Realme 14 Pro+ মডেলে রয়েছে  120Hz রিফ্রেশ রেট-সহ 6.83-ইঞ্চি AMOLED কোয়াড-কার্ভড ডিসপ্লে। এছাড়াও সুরক্ষার জন্য পাবেন Gorilla Glass 7i, ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 1500 nits। রয়েছে 6,000mAh পাওয়ারফুল ব্যাটারি  80W ফাস্ট চার্জিং সাপোর্ট করে ৷  পাশাপাশি রয়েছে অত্যাধুনিক Snapdragon 7s Gen 3 প্রসেসর । Realme 14 Pro Plus-মডেলে রয়েছে 12GB RAM এবং 256GB স্টোরেজ । এই মডেলটি Android 15 বেসড Realme UI 6.0 অপারেটিং সিস্টেমে রান করে। ফোনটিতে 50MP Sony IMX896 সেন্সর, 50MP Sony IMX882 টেলিফোটো লেন্স, একটি 8MP আল্ট্রা-ওয়াইড লেন্স এবং একটি 32MP ফ্রন্ট ক্যামেরা রয়েছে ৷

realme
Advertisment