Advertisment

Redmi 14C 5G price and Features: বছরের শুরুতেই রেডমির 'মাস্টারস্ট্রোক'! নাম মাত্র দামে পান সেরা ফিচার্সের দুর্দান্ত 5G স্মার্টফোন

Redmi 14C 5G Launched in india: ভারতের বাজারে তোলপাড় ফেলেছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi, আজ লঞ্চ হল ব্র্যাণ্ডের একটি শক্তিশালী, সস্তা 5G স্মার্টফোন। ২০২৫ সালের প্রথমে লঞ্চ হওয়া এই সস্তার 5G ফোনটিতে রয়েছে অনেক হেভিওয়েট ফিচার্স।

author-image
IE Bangla Tech Desk
New Update
Redmi 14C launched in india

ভারতের বাজারে তোলপাড় ফেলেছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi Photograph: (ফাইল চিত্র)

Redmi 14C 5G Launched in india: বছরের শুরুতেই রেডমির 'মাস্টারস্ট্রোক'! ১০ হাজার টাকার কম দামে লঞ্চ হল  শক্তিশালী ফিচার্স সহ ব্র্যাণ্ডের নয়া 5G স্মার্টফোন। Redmi দাবি করেছে যে এই ফোনটি বাজেট বান্ধব সেরা 5G স্মার্টফোন। যাতে রয়েছে দুর্দান্ত ডিসপ্লে, শক্তিশালী ফিচার্স।  

Advertisment

ভারতের বাজারে তোলপাড় ফেলেছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi, আজ লঞ্চ হল ব্র্যাণ্ডের একটি শক্তিশালী, সস্তা 5G স্মার্টফোন। ২০২৫ সালের প্রথমে লঞ্চ হওয়া এই সস্তার 5G ফোনটিতে রয়েছে অনেক হেভিওয়েট  ফিচার্স। স্মার্টফোনটিতে রয়েছে  5160mAh শক্তিশালী ব্যাটারি, 8GB RAM । এই Redmi ফোনটি গত বছর লঞ্চ হওয়া Redmi 13C 5G-এর একটি আপগ্রেড ভার্সন। কোম্পানি ফোনের ডিজাইন এবং হার্ডওয়্যার ফিচারে অনেক বড় পরিবর্তন করেছে।

এই Redmi স্মার্ট ফোনটি মোট তিনটি স্টোরেজ ভেরিয়েন্টে লঞ্চ করা হয়েছে। যার মধ্যে রয়েছে  4GB RAM + 64GB, 4GB RAM + 128GB এবং 6GB RAM + 128GB। এই মডেলের বেস ভেরিয়েন্টের দাম 9,999 টাকা। যেখানে, এর অন্য দুটি ভেরিয়েন্টের দাম যথাক্রমে 10,999 টাকা এবং 11,999 টাকা। ক্রেতারা মোট তিনটি কালার অপশনে কিনতে পারবেন নয়া এই স্মার্টফোনটি। রেডমির এই ফোনটির প্রথম সেল শুরু হবে আগামী ১০ জানুয়ারি দুপুর ১২টায়। ই-কমার্স ওয়েবসাইট Amazon এবং Flipkart-এ থেকে এই স্মার্টফোনটি কেনার সুযোগ পাবেন ক্রেতারা। পাশাপাশি থাকছে রিটেল কাউন্টার থেকে কেনার সুযোগও।

Advertisment

Redmi-এর এই সস্তা স্মার্টফোনটিতে রয়েছে 120Hz রিফ্রেশ রেট সহ 6.88 ইঞ্চি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লেতে TUV লো-ব্লু লাইট সার্টিফিকেশন দেওয়া হয়েছে। Redmi 14C 5G-তে রয়েছে Qualcomm Snapdragon 4 Gen 2 5G প্রসেসর। এর সঙ্গে রয়েছে  6GB RAM এবং 128GB ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট ।

Android 14 বেসড Xiaomi HyperOS-এ কাজ করে। এই ফোনে 5,160mAh এর শক্তিশালী ব্যাটারি রয়েছে, যাতে রয়েছে 33W ফাস্ট চার্জিং সাপোর্ট। কানেক্টিভিটির দিক থেকে  এতে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটুথ, ইউএসবি টাইপ সি, 3.5 মিমি অডিও জ্যাকের মতো ফিচার্স  রয়েছে। সিকিউরিটির জন্য এতে সাইড মাউন্ট করা ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। এছাড়াও এই ফোনটিতে রয়েচঝে IP51রেটিং। Redmi 14C 5G এর পিছনে ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে । ফোনটিতে একটি 50MP প্রাইমারি  ক্যামেরা সেন্সর রয়েছে। এছাড়াও রয়েছে 8MP সেলফি ক্যামেরা। পাশাপাশি রয়েছে বিশেষ এআই ফিচার্স। 

redmi
Advertisment