Advertisment

দেখে নিন কবে থেকে কিনতে পারবেন Realme 2

কিনতে আগ্রহী হলে ফ্লিপকার্ট পেজে গিয়ে 'Notify Me' অপশনে ক্লিক করে রাখুন, বাড়তি তথ্য নোটিফিকেশন মারফত পৌঁছে যাবে আপনার কাছে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

Realme 2 ফোনটিতে রয়েছে ডুয়াল রিয়ার ক্যামেরা কনফিগারেশন। মাস তিনেক আগে বাজারে আসা Realme 1 ফোনটিতে রয়েছে একটি মাত্র ক্যামেরা। এই আপডেটেড নতুন ফোনটি দিয়ে অল্প আলোতেও ন্যাচারাল ছবি তোলা যাবে। এছাড়া পোট্রেট মোডে শুটিং অনুভুতিও পাওয়া যাবে। নিরাপত্তার জন্য ফোনটিতে রয়েছে রিয়ার মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক সিস্টেম। আগের ফোনটির সঙ্গে এই ফোনটির মিল রয়েছে ডায়মন্ড কাটিং আউটলুকে।

Advertisment

কিনতে আগ্রহী হলে ফ্লিপকার্ট পেজে গিয়ে 'Notify Me' অপশনে ক্লিক করে রাখুন, বাড়তি তথ্য নোটিফিকেশন মারফত পৌঁছে যাবে আপনার কাছে। লঞ্চের শুরুতেই সংস্থা থেকে জানানো হয় যে Realme 1 বাজারে সফল ব্যবসা দিয়েই আত্মপ্রকাশ করেছে, পকেট ফ্রেন্ডলি স্মার্টফোন বিভাগের প্রায় অধিকাংশটাই দখল করেছে তারা। বিশ্বাস করে যে Realme এর শক্তপোক্ত হার্ডওয়্যার, গুণমান এবং তাদের পরিষেবা প্রথম ফোনটি দিয়ে অনলাইন ব্র্যান্ড হিসাবে মন কেড়েছে দর্শকদের।

আরও পড়ুন: ঝুলি ভরা ফিচার, সাধ্যের দামে বাজারে এবার Realme 2

Realme প্রধান কর্মকর্তা লেভি লী বলেন, স্মার্টফোনটি ১০,০০০ টাকায় প্রথম এইরকম ডিসপ্লে পাওয়া যাবে। ৬.২ ইঞ্চির ডিসপ্লে ও ডায়মন্ড কাট নকশা সঙ্গে ৮৮.৮ শতাংশ স্ক্রিন-টু-বডি রেশিও যা টেক্কা দিতে সক্ষম অন্যান্য ফোনগুলিকে। ক্রনিক গ্লোরিলা গ্লাস থ্রি দিয়ে সুরক্ষিত থাকবে ফোনের ডিসপ্লে। ৩জিবি র‌্যাম/৩২ জিবি মেমোরি এবং ৪ জিবি র‌্যাম / ৬৪ জিবি ইন্টারনাল মেমোরি ভার্সনে পাওয়া যাবে ফোনটি।

এ ছাড়া Realme 2 ফোনটিতে দুটি রিয়ার ক্যামেরা কনফিগারেশন বৈশিষ্ট্যযুক্ত ১৩ ও ২ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। সঙ্গে থাকবে AI ফিচার, যা ছবির ২৯৬টি সংকেত সনাক্ত করতে সক্ষম। এদিকে, ফোনটি ৮ এমপি ফ্রন্ট লেন্সের সঙ্গে রয়েছে বোকে মোড।

publive-image

Realme 2 ফোনটি Flipkart-এ পাওয়া যাবে, এবং এটি শুধুমাত্র অনলাইন ব্র্যান্ড হিসাবেই থাকবে। ৩ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্টের দাম ৮,৯৯০ টাকা এবং ৪ জিবি র‌্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১০,৯৯০ টাকা। ৪ সেপ্টেম্বর থেকে পাওয়া যাবে ফোনটি, এদিন সংস্থা থেকে জানিয়েছে এরপরে Realme 2 প্রো, মাস দুয়েক পরে ভারতে লঞ্চ করা হবে। স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসরে চালিত ফোনটিতে থাকবে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিও অপারেটিং সিস্টেম। ৪২৩০ mAh ব্যাটারি ব্যাকআপ রয়েছে।

HDFC ব্যাঙ্ক ক্রেডিট এবং ডেবিট কার্ড হোল্ডাররা ফোনটিতে ৭৫০ টাকা অবধি ছাড় পাবেন। এদিকে, রিলায়েন্স জিও গ্রাহকরাও ১২০ জিবি ফ্রি ডেটা সহ ৪,২০০ টাকা অবধি ক্যাশব্যাক পাবেন। এ ছাড়াও, ফ্লিপকার্ট ক্রেতারা পেটিএম ফ্লাইট এবং লেনস্কার্ট ডট কম থেকে ডিসকাউন্ট ভাউচার পাবেন।

realme
Advertisment