Advertisment

Realme C1; সস্তায় মেগা ব্যাটারি ব্যাকআপ সঙ্গে নচ স্ক্রিন

এত কম দামে স্ন্যাপড্রাগন ৪৫০-এর প্রসেসর কেবল Realme C1-এই আপনি পাবেন। এই উচ্চ মানের প্রসেসরের মাধ্যমে PUBG-এর মতো ‘হাই-এন্ড গেম’ও সহজেই খেলা যায়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

স্মার্টফোন দুনিয়ায় ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে Realme C1।

ঝকঝকে ডিসপ্লে , কোম্পানির দাবি যার মান '8K'। গ্যাজেট দুনিয়ায় এটা শুনে অনেকেই মশকরা মনে করেছিল। তবে Realme কিন্তু পরিষ্কার জানিয়েছিল উন্নতমানের ডিসপ্লে থাকবে ফোনটিতে। তারওপর বাজেট ফ্রেন্ডলি ফোন। দাম ৭৯৯৯।

Advertisment

এই ফোনে আপনি পেয়ে যাবেন নোকিয়ার দুর্দান্ত নচ ডিসপ্লে, শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ এবং স্ন্যাপড্রাগন ৪৫০ প্রসেসর। আর এ জন্যই স্মার্টফোন দুনিয়ায় ইতিমধ্যে সাড়া ফেলে দিয়েছে Realme C1।

কম দামের স্মার্টফোনগুলির মধ্যে নিঃসন্দেহে এই মুহূর্তে শীর্ষে রয়েছে Realme C1। নবীন প্রজন্মের পছন্দের বিচারে পিছনে ফেলে দিয়েছে এমনকী Redmi 6A-কেও। Realme C1-এর ব্যাটারির ক্ষমতা 4230mAh, তার ওপর আবার রয়েছে অত্যাধুনিক ‘স্মার্ট এআই পাওয়ার মাস্টার’। এই স্মার্ট ফিচারটির সাহায্যে প্রসেসর অবস্থা বুঝে ‘ওয়ার্ক লোড’ কমিয়ে দেয়। ফলে, ব্যাটারির ক্ষয় প্রায় ৫% থেকে ১১% পর্যন্ত কমে যায়। আর ‘এআই অপটিমাইজেশন’-এর সাহায্যে একদিকে ব্যাটারিটির আয়ু যেমন বাড়তে থাকে, ঠিক তেমনই উত্তাপও কমতে থাকে।

আরও পড়ুন:হোয়াটসঅ্যাপ ইন্ডিয়ার শীর্ষে বঙ্গসন্তান

এত কম দামে স্ন্যাপড্রাগন ৪৫০-এর প্রসেসর কেবল Realme C1-এই আপনি পাবেন। এই উচ্চ মানের প্রসেসরের মাধ্যমে PUBG-এর মতো ‘হাই-এন্ড গেম’ও সহজেই খেলা যায়।এই ফোনে ১৩+২ মেগাপিক্সলের ডুয়াল রিয়ার ক্যামেরা। এছাড়া, সামনের ক্যামেরাটি ৫ মেগাপিক্সলের।Realme C1-এ একটি মেমারি কার্ড-সহ দুটি সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে। অ্যানড্রয়েড ওরিও ৮.১-এর এই ফোনটির এইচডি ডিসপ্লে ৫.৪৫ ইঞ্চির। এই ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯। ২ জিবি RAM-সহ ১৬ জিবি ভ্যারিয়ান্টের এই ফোনটিতে ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ বাড়ানো যেতে পারে।

publive-image চলতি বছরের মে মাসে নিজেদের প্রথম স্মার্টফোন বাজারে নিয়ে আসে Realime।

এক নজরে Realme C1
৬.২ ইঞ্চির এইচডি প্লাস নোকিয়া ফুলস্ক্রিন ডিসপ্লে, ১৯:৯ অ্যাসপেক্ট রেশিও, ৮৮.৮ শতাংশ স্ক্রিন টু বড়ি রেশিও।

4230mAh-এর শক্তিশালী ব্যাটারি

১৩+২ MP3 ডুয়াল রিয়ার ক্যামেরা

৫ মেগাপিক্সল ফ্রন্ট ক্যামেরা

কোয়ালকম স্ন্যাপড্রাগন 450 OctaTor 1.8 GHz প্রসেসর, ফেস আনলক

অ্যানড্রয়েড ওরিও ৮.১

২ জিবি RAM আর ১৬ জিবি ইন্টারনাল স্টোরেজর (২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যেতে পারে) এই স্মার্টফোনটির দাম মাত্র ৬,৯৯৯ টাকা।

আপনি চাইলে Realme C1-কে Redmi 6A-এর সঙ্গে তুলনা করে নিতে পারেন। এবার দেখে নিন-
ভ্যারিয়েন্ট: ২জিবি/১৬ জিবি – ২জিবি/১৬ জিবি

রিলিজ ডেট: সেপ্টেম্বর’২০১৮ – জুন’২০১৮

ডায়মেনশন: ১৫৬.২০X৭৫.৬০X৮.২০ – ১৪৭.৫০X৭১.৫০X৮.৩০ মি.মি.

ওজন: ১৬৮ গ্রাম – ১৪৫ গ্রাম

ব্যাটারি: 4230mAh – 3000mAh

স্ক্রিনের মাপ: ৬.২ ইঞ্চি – ৫.৪৫ ইঞ্চি

রেজোলিউশন: ৭২০x১৫২০ পিক্সেল – ৭২০x১৪৪০ পিক্সেল

অ্যাসপেক্ট রেশিও: ১৯:৯ – ১৮:৯

প্রসেসর: ১.৮ GHz Octaor – ২ GHz QuadCore

রিয়ার ক্যামেরা: ১৩+২ মেগাপিক্সল – ১৩ মেগাপিক্সল

ফ্রন্ট ক্যামেরা: ৫ মেগাপিক্সল – মেগাপিক্সল

অপারেটিং সিস্টেম: অ্য়ানড্রয়েড ৮.১ – অ্য়ানড্রয়েড ৮.১

চলতি বছরের মে মাসে নিজেদের প্রথম স্মার্টফোন বাজারে নিয়ে আসে Realime। মডেলটির নাম- Realme 1. এরপর থেকে প্রায় এক কোটি তরুণ ক্রেতার মন জয় করে ফেলেছে ব্র্যান্ডটি। ইতিমধ্যে ৪টি মডেল বাজারে নিয়ে এসেছে সংস্থাটি, সেগুলি হল-Realme 1, Realme 2, Realme 2 pro and Realme C1. নিজেদের থিম ‘Previous to be Young’ দিয়ে তরুণ প্রজন্মের ভালবাসা আদায় করে নিয়েছে Realme। এমন আবহে বাজারে আসছে সংস্থার সাম্প্রতিকতম মডেল Realme C1। কম দামের স্মার্টফোন বাজারে ৭ হাজার টাকার থেকেও কম দামের এই ফোন নিয়েই এখন চর্চা চরমে উঠেছে।

realme
Advertisment