Advertisment

Realme GT 7 Pro: 'আন্ডার ওয়াটার' ফটোগ্রাফির সঙ্গে মিলবে লেটেস্ট AI ফিচার্স! অবাক করা Realme-এর ফোন কবে লঞ্চ?

Realme GT 7 Pro: Realme GT 7 Pro এর ক্যামেরা সেটআপেও থাকছে বিরাট চমক। নয়া এই স্মার্টফোনে রয়েছে একটি 50MP Sony IMX882 টেলিফটো লেন্স, সঙ্গে থাকবে 3x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম করবে। এছাড়াও, এতে একটি 50MP Sony IMX906 প্রাইমারি ক্যামেরা এবং 8MP ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে।

author-image
IE Bangla Tech Desk
New Update
realme GT 7 Pro

জলের গভীরে মিলবে অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা। কবে লঞ্চ Realme-এর এই চমৎকার স্মার্টফোন?

Realme GT 7 Pro: জলের গভীরে মিলবে অসাধারণ ফটোগ্রাফির অভিজ্ঞতা। কবে লঞ্চ Realme-এর এই চমৎকার স্মার্টফোন? 

Advertisment

কোটি কোটি ইউজারদের মুখের হাসি ফিরিয়ে আনল Jio! বিনামূল্যে উপভোগ করুন JioCinema, Disney+ Hotstar!

আগামী ২৬ নভেম্বর ভারতে লঞ্চ হতে চলেছে Realme GT 7 Pro। নয়া এই স্মার্টফোনে থাকবে এতে স্ন্যাপড্রাগন 8 এলিট চিপসেট, 50MP ক্যামেরা, আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড এবং 120W ফাস্ট চার্জিংয়ের মতো দুর্দান্ত ফিচার্স। Realme GT 7 Pro আগামী ২৬ নভেম্বর দুপুর ১২ টায় লঞ্চ হতে চলেছে। এই ফোনটি ইতিমধ্যেই চিনে লঞ্চ করা হয়েছে এবং ভারতীয় ভেরিয়েন্ট সম্পর্কেও অনেক স্পেসিফিকেশন সামনে এসেছে । নয়া এই স্মার্টফোনে থাকছে Qualcomm Snapdragon 8 Elite চিপসেট। রয়েছে অনেক AI বৈশিষ্ট্য। সঙ্গে রয়েছে লেটেস্ট ডিজাইন।
 
Realme GT 7 Pro এর ক্যামেরা সেটআপ
Realme GT 7 Pro এর ক্যামেরা সেটআপেও থাকছে বিরাট চমক। নয়া এই স্মার্টফোনে রয়েছে একটি 50MP Sony IMX882 টেলিফটো লেন্স, সঙ্গে থাকবে 3x অপটিক্যাল জুম এবং 120x ডিজিটাল জুম  করবে। এছাড়াও, এতে একটি 50MP Sony IMX906 প্রাইমারি ক্যামেরা এবং 8MP ওয়াইড-এঙ্গেল লেন্স থাকবে। বিশেষ বিষয় হল Realme GT 7 Pro মডেলে রয়েছে আন্ডারওয়াটার ফটোগ্রাফি মোড। কোম্পানি দাবি করেছে যে IP69 রেটিংয়ের কারণে এই ফোনটি ২ মিটার গভীর জলে ৩০ মিনিটের একটানা থাকতে পারবে।

সিস্টেমকে কাঁপিয়ে দিল BSNL, দুমাসে নতুন ৬৫ লাখ গ্রাহক

এছাড়াও, Realme GT 7 Pro-তে Sonic জল-নিষ্কাশন স্পিকার থাকবে, যা ফোনের স্পিকারের মধ্যে কোনও জলের অবশিষ্টাংশ রাখবে না। এতে একটি ইন-ডিসপ্লে আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও থাকবে। ফোনের ক্যামেরায় রয়েছে বিশেষ AI Snap Mode।  অন্যান্য স্পেসিফিকেশনের মধ্যে রয়েছে একটি 6.78-ইঞ্চি LTPO Eco OLED ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট এবং 6000 নিট পর্যন্ত সর্বোচ্চ ব্রাইটনেস। এছাড়াও 6500mAh ব্যাটারি এবং 120W ফাস্ট চার্জিং সুবিধা। Realme GT 7 Pro একটি প্রিমিয়াম স্মার্টফোন হিসাবে ভারতীয় বাজারে প্রবেশ করবে। যেটি শক্তিশালী পারফরম্যান্স, দুর্দান্ত ক্যামেরা এবং অন্যান্য বৈশিষ্ট্য সহ ব্যবহারকারীদের আকৃষ্ট করবে।

realme
Advertisment