Realme Narzo 80 Pro 5G Debuts in India with MediaTek Dimensity 7400, 6000mAh Battery, and AMOLED Display: Realme ভারতে তাদের নতুন স্মার্টফোন Narzo 80 Pro 5G লঞ্চ করেছে। এই ফোনে রয়েছে শক্তিশালী MediaTek Dimensity ৭৪০০ চিপসেট, যা হেভি গেমিং ও মাল্টিটাস্কিংয়ের জন্য আদর্শ। এর সঙ্গে থাকছে ১২ জিবি পর্যন্ত RAM এবং ২৫৬ জিবি স্টোরেজ অপশন।
12GB র্যাম, 6000mAh ব্যাটারি, নয় স্মার্টফোন বাজারে সুনামি তুলল
এই ফোনের অন্যতম আকর্ষণ হল ৬০০০mAh ব্যাটারি, যা একবার চার্জে দীর্ঘ সময় ব্যাকআপ দিতে সক্ষম। এর সঙ্গে থাকছে ৮০W ফাস্ট চার্জিং এবং ৬৫W রিভার্স চার্জিং সাপোর্ট। ডিসপ্লে সেকশনে, ফোনে রয়েছে ৬.৭৭ ইঞ্চির Full HD+ AMOLED কার্ভড প্যানেল, যার ১২০Hz রিফ্রেশ রেট ও ৮০০ নিটস পিক ব্রাইটনেস ব্যবহারকারীর ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্সকে করবে আরও উন্নত।
ক্যামেরা ডিপার্টমেন্টে, Realme Narzo 80 Pro 5G তে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেইন ক্যামেরা (OIS সহ) এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। ফ্রন্টে আছে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা EIS সাপোর্ট সহ। তাপ নিয়ন্ত্রণের জন্য ফোনে ব্যবহার করা হয়েছে ৬,০৫০mm² VC কুলিং সিস্টেম।
আরও পড়ুন- ১ থেকে ৫, কত স্পিডে ফ্যান চালালে হুহু করে কমবে বিদ্যুৎ বিল? ৯৯ শতাংশ মানুষই জানেন না এই টপ সিক্রেট
দাম ও উপলব্ধতা:
ফোনটির দাম শুরু হচ্ছে ১৯,৯৯৯ টাকা থেকে (8GB+128GB)। অন্যান্য ভেরিয়েন্ট:
আরও পড়ুন- জীবন হবে আরও Easy, বিনামূল্যে কোন ৭ টি AI টুল জটিল কাজকে সহজ করে?
এই ফোন পাওয়া যাচ্ছে Amazon এবং Realme-এর অফিসিয়াল ওয়েবসাইটে। লঞ্চ অফারে থাকছে ২,০০০ টাকা পর্যন্ত ডিসকাউন্ট। ফোনটি পাওয়া যাবে তিনটি কালারে: নাইট্রো অরেঞ্জ, রেসিং গ্রিন ও স্পিড সিলভার।