Realme P3 Series Launched: ৬,০০০mAh-এর শক্তিশালী ব্যাটারি, বড় স্টোরেজ, নাম মাত্র দামে লঞ্চ Realme P3 সিরিজ

Realme P3 Series Launched: রিয়েলমি ভারতীয় বাজারে তার 'পি' সিরিজের নতুন দুটি নতুন স্মার্টফোন Realme P3 pro এবং Realme P3x লঞ্চ করেছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Realme P3 Series Launched:

রিয়েলমি ভারতীয় বাজারে তার 'পি' সিরিজের নতুন দুটি নতুন স্মার্টফোন Realme P3 pro এবং Realme P3x লঞ্চ করেছে।

Realme P3 Series Launched: মাত্র ১৪,৯৯৯ টাকায় ৬,০০০mAh ব্যাটারি এবং ৮GB RAM সহ লঞ্চ হল Realme P3x 5G স্মার্ট ফোন।  

Advertisment

রিয়েলমি ভারতীয় বাজারে তার 'পি' সিরিজের নতুন  দুটি নতুন স্মার্টফোন Realme P3 pro এবং Realme P3x লঞ্চ করেছে । বিশ্বের প্রথম মিডিয়াটেক ডাইমেনসিটি 6400 প্রসেসরযুক্ত মোবাইল ফোন, Realme P3X 5G এর দাম, বৈশিষ্ট্য এবং স্পেসিফিকেশন সম্পর্কে তথ্য নীচে দেওয়া হল।

এবার এই ফোনগুলির দামের কথা বলতে গেলে, কোম্পানি Realme P3 Pro 5G এর 8GB + 128GB ভেরিয়েন্টের দাম 21999 টাকা। একই সময়ে, এর 8GB+256GB ভেরিয়েন্টের দাম 22,999 টাকা এবং 12GB+256GB ভেরিয়েন্টের দাম 24,999 টাকা। এই ফোনের বিক্রি শুরু হবে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ থেকে।

বিরাট ডিসকাউন্ট! হাজার হাজার ছাড়ে কিনুন iphone 16 pro

Advertisment

এবার Realme P3x 5G এর দামের কথা বলতে গেলে, Realme P3x 5G এর 6GB + 128GB ভেরিয়েন্টের দাম 12,999 টাকা রাখা হয়েছে। একই সময়ে, এর 8GB+128GB ভেরিয়েন্টের দাম 13,999 টাকা। এই ফোনের বিক্রি শুরু হবে ২৮ ফেব্রুয়ারি থেকে। আপনি এই দুটি ফোনই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট ফ্লিপকার্ট থেকে কিনতে পারবেন।

এখন Realme P3x 5G স্মার্টফোনের কথা বলতে গেলে, কোম্পানি এই ফোনটি বাজারে MediaTek Dimensity 6400 SoC প্রসেসরের সাথে লঞ্চ করেছে। এই স্মার্টফোনটিতে 6,000mAh ব্যাটারিও রয়েছে। রয়েছে ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট। ক্যামেরা সেটআপের কথা বলতে গেলে, এতে ৫০ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। জল ধুলো বালি থেকে সুরক্ষার জন্য এই ফোনে রয়েছে IP68+IP69 রেটিং। 

realme