বৃহস্পতিবার কোম্পানির সিইও মাধব শেঠ জানিয়েছেন, চিনের পর খুব শীঘ্রই ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি টেন। তবে ভারতে কী কী অধিক ফিচার থাকবে তা নিয়ে খোলসা করে কিছু বলেননি তিনি। তবে যে যে ফিচারের কথা ফাঁস হয়েছে তার ওপর ভিত্তি করে বিশেষজ্ঞরা ইতিমধ্য বানিয়ে ফেলেছে সম্ভবত ফিচারের তালিকা।
পপ্ আপ সেলফি ক্যামেরা ট্রেন্ডে গা ভাসাতে পারে রিয়েলমি। ৪৮ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সহ ব্যাক ক্যামেরা থাকতে পারে ফোনটি। সঙ্গে থাকবে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিণ্ট সেন্সর।
আরও পড়ুন: Review: কেন কিনবেন ওয়ান প্লাস সেভেন প্রো ?
দাম শুরু হতে পারে ১৫,০০০ টাকা থেকে। ৪,৬, ও ৮ জিবি র্যামের ভার্সনের সঙ্গে ৬৪ জিবি ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজে পাওয়া যাবে রিয়েলমি টেন।
৬.৫ ইঞ্চির HD+ AMOLED ডিসপ্লেতে রয়েছে ২৩৪০X১০৮০ পিক্সেলের রেজোলিউশন। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭১০ প্রসেসরে চলবে রিয়েলমি টেন।
মনে করা হচ্ছে ৪৮ মেগাপিক্সেলর সঙ্গে ৫ ও ১৬ মেগাপিক্সেলের কম্বিনেশন রয়েছে ব্যাক ক্যামেরায়। পাশপাশি পপ্ আপ সেলফি ক্যামেরায় থাকতে পারে ১৬ মেগাপিক্সেলের সেন্সর।
Read the full story in English