Advertisment

স্যামসাং'র নকল করে K30 লঞ্চে রেডমি

ফোনের ডানদিকের কোনে থাকবে ক্যামেরাটি। যা হুবহু Samsung Galaxy S10 এবং S10+ এর মত দেখতে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

তিন মাসের মাথায় ফের লঞ্চ নতুন মডেল। Redmi K20 and Redmi K20 Pro উত্তরসূরি Redmi K30। রেডমির প্রথম স্মার্টফোন এটি যেখানে থাকছে ফাইভ জি ব্যবহারের সুবিধা। রেডমি ফোন বছরের কাঙ্খিত স্মার্টফোন গুলির মধ্যে একটি।

Advertisment

রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং জানিয়েছিলেন, রেড মি কে সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের সমস্ত ফোনই হবে নামিদামি। কোম্পানির তরফ থেকে জনানো হয়েছে, কিলার সিরিজ থেকে ‘কে’ শব্দটি নিয়েছেন কর্তৃপক্ষ।

publive-image Redmi K30

পপ্ আপ ক্যামেরা নয়, Redmi K30 তে থাকবে punch-hole'স্ক্রিন। তাহলে ইউনিক কী ফিচার আনছে? এই প্রশ্নের উত্তরে শাওমি জানিয়েছে., ফ্রন্ট ক্যামেরায় থাকবে ডুয়াল ক্যামেরার সেটআপ। ফোনের ডানদিকের কোনে থাকবে ক্যামেরাটি। যা হুবহু Samsung Galaxy S10 এবং S10+ এর মত দেখতে। তবে এই ফোনের মত কার্ভ ডিজাইন নেই।

আরও পড়ুন: ভারতে নতুন অ্যাপল আইপ্যাড, দাম সাধ্যের মধ্যেই

আরও পড়ুন: ২৭০ ডিগ্রী স্ক্রিনে সিনেমা দেখবে কলকাতাবাসী

চিনে Redmi 8 লঞ্চের দিন কোম্পানি Redmi K30 লঞ্চের এর আভাস দিয়ে যায়। একইসঙ্গে প্রকাশ্যে নিয়ে ফোনের ফার্স্ট লুক সহ ফোনের ফিচার ও স্পেসিফিকেশন। প্রসেসরে থাকবে স্ন্যাপড্রাগন ৭০০ সিরিজের নেকস্ট জেনারেশন, যাতে সাপোর্ট করবে ফাইভ জি।

Read the full story in English

redmi xiaomi
Advertisment