তিন মাসের মাথায় ফের লঞ্চ নতুন মডেল। Redmi K20 and Redmi K20 Pro উত্তরসূরি Redmi K30। রেডমির প্রথম স্মার্টফোন এটি যেখানে থাকছে ফাইভ জি ব্যবহারের সুবিধা। রেডমি ফোন বছরের কাঙ্খিত স্মার্টফোন গুলির মধ্যে একটি।
Advertisment
রেডমির জেনারেল ম্যানেজার লু ওয়েবিং জানিয়েছিলেন, রেড মি কে সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিজের সমস্ত ফোনই হবে নামিদামি। কোম্পানির তরফ থেকে জনানো হয়েছে, কিলার সিরিজ থেকে ‘কে’ শব্দটি নিয়েছেন কর্তৃপক্ষ।
Redmi K30
পপ্ আপ ক্যামেরা নয়, Redmi K30 তে থাকবে punch-hole'স্ক্রিন। তাহলে ইউনিক কী ফিচার আনছে? এই প্রশ্নের উত্তরে শাওমি জানিয়েছে., ফ্রন্ট ক্যামেরায় থাকবে ডুয়াল ক্যামেরার সেটআপ। ফোনের ডানদিকের কোনে থাকবে ক্যামেরাটি। যা হুবহু Samsung Galaxy S10 এবং S10+ এর মত দেখতে। তবে এই ফোনের মত কার্ভ ডিজাইন নেই।