Advertisment

Redmi A4 5G: Redmi লঞ্চ করল সবচেয়ে সস্তার 5G স্মার্টফোন! ফিচার, স্পেসিফিকেশন তাক লাগাবে

Redmi A4 5G: Xiaomi-এর সাব-ব্র্যান্ড তার সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করে Samsung, Vivo, Oppo, Realme-এর মতো ব্র্যান্ডের টেনশন বাড়িয়েছে।

author-image
IE Bangla Tech Desk
New Update
Redmi A4 5G..

Redmi লঞ্চ করল সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন।

Redmi A4 5G: Redmi লঞ্চ করল সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। Samsung, Realme, Vivo, Oppo-এর টেনশন বাড়িয়ে বাজার কাঁপিয়ে ভারতে এল Redmi A4 5G

Advertisment

এটি Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi -এর  সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন। বিশেষ করে ভারতীয় ব্যবহারকারীদের কথা মাথায় রেখে এই ফোনটি লঞ্চ করা হয়েছে । ফোনটিতে 50MP ক্যামেরা, শক্তিশালী ব্যাটারি সহ অনেক দুর্দান্ত ফিচার্স রয়েছে ।

Redmi ভারতে তাদের সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করেছে। Redmi-এর এই ফোনটি সম্পূর্ণরূপে ভারতে তৈরি এবং বিশেষ করে ভারতীয় ব্যবহারকারীদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়েছে। Xiaomi-এর সাব-ব্র্যান্ড তার সবচেয়ে সস্তা 5G স্মার্টফোন লঞ্চ করে Samsung, Vivo, Oppo, Realme-এর মতো ব্র্যান্ডের টেনশন বাড়িয়েছে। এর পাশাপাশি Redmi তার নতুন Note 14 সিরিজের জন্যও প্রস্তুতি নিচ্ছে। এই মিড-বাজেট স্মার্টফোন সিরিজটি আগামী ডিসেম্বরে লঞ্চ হবে।

একের পর এক ধামাকা! Redmi-এর পর Vivo, Y300 5G-এর ফিচার্স চমকে দেবে

Redmi A4 5G এর দাম

Redmi A4 5G দুটি স্টোরেজ ভেরিয়েন্টে অফার করা হয়েছে - 4GB RAM + 64GB এবং 4GB RAM + 128GB। এর বেস ভেরিয়েন্টের দাম 8,499 টাকা। একই সময়ে, এর টপ ভেরিয়েন্টটি 9,499 টাকা। 27 নভেম্বরে ফোনতির প্রথম সেল অনুষ্ঠিত হবে। Mi.com এবং ই-কমার্স প্ল্যাটফর্ম flipkart, Amazon থেকে নয়া এই 5G ফোনটি গ্রাহকরা কিনতে পারবেন। Redmi-এর এই সস্তা 5G স্মার্টফোন দুটি রঙের বিকল্পে কিনতে পারবেন ক্রেতারা  পার্পল এবং ব্ল্যাক। 

Redmi A4 5G এর ফিচার্স 

Redmi-এর এই সস্তা 5G স্মার্টফোনটিতে রয়েছে  6.88 ইঞ্চি ডিসপ্লে । এছাড়াও রয়েছে 120Hz হাই রিফ্রেশ রেট ফিচার সাপোর্ট । ফোনটিতে ওয়াটারড্রপ নচ ডিজাইন দেওয়া হয়েছে। ফোনের ডিসপ্লের রেজোলিউশন হল 1640 x 720 পিক্সেল। এই ফোনের ডিসপ্লের সর্বোচ্চ উজ্জ্বলতা 600 নিট পর্যন্ত।

চাঁদে পা রেখেই সূর্যের দিকে চোখে চোখ! মহাকাশে এবার নিজের 'বাড়ি' তৈরি করতে চলেছে ভারত!

Redmi A4 5G হল প্রথম স্মার্টফোন যা ভারতে Qualcomm Snapdragon 4s Gen 2 প্রসেসর সহ লঞ্চ করা হয়েছে। এই ফোনটি 4GB RAM এবং 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সাপোর্ট করবে, যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে 1TB পর্যন্ত বাড়ানো যাবে। 

Redmi A4 5G এর ফোনে রয়েছে একটি  শক্তিশালী 5,160mAh-এর ব্যাটারি। যা 18W USB Type C দ্রুত চার্জিং বৈশিষ্ট্য সাপোর্ট করে। কোম্পানি এই ফোনের সঙ্গে দিচ্ছে 33W চার্জার। এই ফোনটি Android 14 ভিত্তিক HyperOS-এ কাজ করে। ফোনের পিছনে একটি সিঙ্গেল রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে। এর পিছনে একটি 50MP ক্যামেরা এবং একটি 5MP সেলফি ক্যামেরা রয়েছে। সিকিউরিটির জন্য ফোনটিতে সাইড মাউন্ট করা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে।

redmi
Advertisment