Discount on Premium Smartphones: ভারতের বাজারে প্রিমিয়াম স্মার্টফোনের চাহিদা লাফিয়ে বাড়ছে। এর প্রধান কারণ হচ্ছে স্মার্টফোনে উপলব্ধ দুর্দান্ত ফিচার। বছরের শেষে ফ্লিপকার্ট দিচ্ছে প্রিমিয়াম স্মার্টফোনের উপর দারুণ ডিসকাউন্ট। আপনি যদি কম দামে একটি প্রিমিয়াম স্মার্টফোন কিনতে চান, তাহলে এটাই সঠিক সময়। ৭ ডিসেম্বর থেকে ফ্লিপকার্টে শুরু হয়েছে ইয়ার এন্ড সেল, যা চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ে, আপনি Google Pixel 8a থেকে শুরু করে iPhone 15 পর্যন্ত পছন্দের প্রিমিয়াম স্মার্টফোনে বিরাট ডিসকাউন্ট পাবেন। এক নজরে দেখে নিন ডিসকাউন্টের সম্পূর্ণ তালিকা:
Google Pixel 8a: Flipkart-এর সেলে Google Pixel 8a স্মার্টফোনে ১৬ হাজার টাকার দারুণ ছাড় দেওয়া হচ্ছে। এই ফোনের আসল দাম 52,999 টাকা, কিন্তু সেলে আপনি এটি মাত্র 36,999 টাকায় কিনতে পারবেন। এছাড়াও, ICICI ব্যাঙ্কের ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 2,000 টাকা ছাড় পাবেন। Flipkart Axis Bank ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে 5% ক্যাশব্যাকও পাবেন। পুরানো ফোন এক্সচেঞ্জ করলে 36,300 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও পাবেন।
iPhone 15: Apple iPhone 15 (128GB, Black) এর আসল দাম 69,900 টাকা। তবে বছর শেষের সেলে Flipkart-এ এটি 58,749 টাকায় পাওয়া যাচ্ছে। UPI-এর মাধ্যমে পেমেন্ট করলে অতিরিক্ত 1,000 টাকা ছাড় পাবেন। Flipkart Axis Bank ক্রেডিট কার্ড ব্যবহার করলে 5% ক্যাশব্যাক পাবেন। এছাড়াও, এই ফোনে 55,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে।
Flipkart-এর সেল ১৩ ডিসেম্বর পর্যন্ত চলবে। তাই দেরি না করে আজই সস্তায় আপনার পছন্দের প্রিমিয়াম স্মার্টফোন কিনুন।