মিড রেঞ্জের ফোনকে পাখির চোখ করেছে রেডমি। মাস দুয়েক আগে রেডমি সেভেন সিরিজ লঞ্চ করেছে শাওমি। কিন্তু এখনও সেই ফোন হাতে এসে পৌঁছয়নি গ্রাহকদের। এমন সময় ফের আরেকটি নতুন আপডেটেড ফোন লঞ্চ করল সংস্থা। Redmi Note 7S। এই ফোনেও থাকবে ৪৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা।
সোনি IMX586 সেন্সর থাকবে দীর্ঘ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরায়। ২৩ মে থেকে ফ্লিপকার্টে ও Mi.com থেকে কেনা যাবে Redmi Note 7S। র্যামের ক্ষমতার ভিত্তিতে ১০,৯৯৯ টাকা থেকে শুরু ফোনের দাম। ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের দাম ১২,৯৯৯ টাকা।
আরও পড়ুন: বড় ধাক্কা, হুয়াওয়ের অ্যান্ড্রয়েড লাইসেন্স কেড়ে নিল গুগল
২৩ তারিখ ১২ টা থেকে শুরু হবে প্রথম সেল। ২৪ মে থেকে দোকানে মিলবে Redmi Note 7S।
Redmi Note 7S specifications
সেভেন সিরিজের মতই হুবহু গ্লাস ডিজাইনে পাওয়া যাবে ফোনটি। ৬.৩ ইঞ্চির ডিসপ্লে থাকবে Full HD+(২৩৪০ X১০৮০) পিক্সেলের রেজোলিউশন। সেভেন প্রো-এর থেকে প্রসেসরে পিছিয়ে Redmi Note 7S। কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৬০ প্রসেসর সহ ৪০০০ mAh ব্যাটারিতে চলবে ফোনটি। ৪৮ ও ৫ মেগাপিক্সেল ক্যামেরার কম্বিনেশন থাকছে Redmi Note 7Sএ। সেলফি ক্যামেরার জন্য বরাদ্দ ১৩। রিয়ার ফিঙ্গারপ্রিণ্ট সেন্সরের সঙ্গে আনলক করার জন্য থাকছে এআই ফেস।
Read the full story in English