লক্ষ্মীপুজোয় 'লক্ষ্মীলাভ'! বোনানজা অফারে বাজিমাত jio-এর, ১১ মাস রিচার্জ করতে হবে না

রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য এনেছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান। ফলে জিও ইউজাদের এখন আর বারবার রিচার্জ করতে হবে না। যারা কয়েক মাসের জন্য রিচার্জের ঝামেলা থেকে নিশ্চিন্ত থাকতে চান, তাদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে একটি সেরা বিকল্প।

রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য এনেছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান। ফলে জিও ইউজাদের এখন আর বারবার রিচার্জ করতে হবে না। যারা কয়েক মাসের জন্য রিচার্জের ঝামেলা থেকে নিশ্চিন্ত থাকতে চান, তাদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে একটি সেরা বিকল্প।

author-image
IE Bangla Tech Desk
New Update
jio news

সিম অ্যাকটিভেট রাখতে জিও নিয়ে এল সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান

রিলায়েন্স জিও তার গ্রাহকদের জন্য এনেছে অত্যন্ত সাশ্রয়ী মূল্যের দীর্ঘমেয়াদি রিচার্জ প্ল্যান। ফলে জিও ইউজাদের  এখন আর বারবার রিচার্জ করতে হবে না। যারা কয়েক মাসের জন্য রিচার্জের ঝামেলা থেকে নিশ্চিন্ত থাকতে চান, তাদের জন্য এই প্ল্যানটি নিঃসন্দেহে একটি সেরা বিকল্প। এই বিশেষ জিও রিচার্জ প্ল্যানে ব্যবহারকারীরা একবার রিচার্জ করেই পেতে পারে দীর্ঘ সময়ের ভ্যালিডিটি ফলে বারেবারে রিচার্জের ঝামেলা যেমন কমে, তেমনই খরচও সাশ্রয় হয়।

Advertisment

প্ল্যানের খরচ এবং মেয়াদ
জিওর এই প্ল্যানের দাম ১৭৪৮ টাকা। মাত্র ১৭৪৮ টাকার বিনিময়ে আপনি পেয়ে যান ৩৩৬ দিনের বৈধতা, সঙ্গে পান আনলিমিটেড কলিং। এছাড়াও, এই প্ল্যানটি সেকেন্ডারি সিম অ্যাকটিভ রাখার জন্য একেবারে পারফেক্ট। বিশেষ এই সাশ্রয়ী মূল্যের রিচার্জে ইউজাররা ১১ মাসেরও বেশি রিচার্জের ঝামেলা থেকে টেনশন ফ্রি থাকতে পারবেন। 

এই প্ল্যানে ইউজারদের আনলিমিটেড ভয়েস কলিং অফার করা হয়েছে। এছাড়াও, পাচ্ছেন ৩৬০০ এসএমএস। পাশাপাশি রয়েছে JioTV এবং JioAICloud-এর বিনামূল্যে সাবস্ক্রিপশন রয়েছে। JioTV-তে লাইভ টিভি চ্যানেল এবং বিনোদন সামগ্রী পাওয়া যায়, আর JioAICloud ব্যবহারকারীদের ডেটা স্টোরেজ ও ডিজিটাল সুরক্ষা প্রদান করে। ফলে এটি একটি অল-ইন-ওয়ান প্যাকেজ হিসেবে কাজ করে।

Advertisment

এই প্ল্যানটি সেই গ্রাহকদের জন্য সবচেয়ে সুবিধাজনক, যাদের খুব বেশি ইন্টারনেট ডেটার প্রয়োজন নেই, তবে দীর্ঘমেয়াদি কলিং ও এসএমএস সুবিধা প্রয়োজন। বিশেষ করে বয়স্ক ব্যবহারকারীদের জন্য, এটি একটি সাশ্রয়ী ও সুবিধাজনক রিচার্জ অপশন।

আরও পড়ুন- Disc নাকি Drum, কোন ব্রেক সিস্টেম বাইকের জন্য সেরা? দুর্ঘটনা এড়াতে এখনই পড়ুন এই প্রতিবেদন

Jio-Airtel-Vi jio