জিও ব্যবহারকারীদের জন্য সুখবর । আবারও এক নতুন জিও পোস্টপেইড প্ল্যান নিয়ে হাজির রিলায়েন্স। চলতি মাসের ১৫ তারিখ থেকে জিও সাবসক্রাইবারদের জন্য দেওয়া হবে জিও-টাচ পরিষেবা। যার মধ্যে পাওয়া যাবে ন্যাশানাল রোমিং থেকে শুরু করে আন্তর্জাতিক কলিং এবং রোমিং।
আরও পড়ুন :ভোডাফোনের নতুন রিচার্জ দেবে আনলিমিটেড কল এবং ৮৪ জিবি ডেটা
এই প্ল্যানে সাবক্রাইব করলে কোনো অসুবিধা ছাড়াই আগাম অ্যাক্টিভেশন সহ সঙ্গে জিও টাচ পরিষেবাটি পাওয়া যাবে বলে দাবি কোম্পানির। এই অফারে ভয়েস, ইন্টারনেট পরিষেবা, এসএমএস ও আন্তর্জাতিক কলিং এর সুবিধা পাওয়া যাবে । এই প্ল্যানের মাধ্যমে এবার পোস্টপেইড গ্রাহকরাও আনলিমিটেড কলিং, অটো-পে ফিচারের সুবিধাগুলি পাবেন। জিও'র দাবী এই প্ল্যানের মাধ্যমে আপনি পাবেন 'জিরো-ক্লিক পেমেন্ট'-এর সুবিধাও। অর্থাত প্রতি মাসে আপনার বিল সরাসারি চলে আসবে আপনার ইমেইল-এ। এই জিও টাচের আওতায় জিও পোস্টপেইড ইউজাররা আরও একটি নতুন ফিচার পাবেন, যার নাম অলওয়েজ-অন।
আরও পড়ুন : জিও ইন্ট্যারাক্ট এক ক্লিকেই আপনাকে পৌঁছে দেবে অমিতাভ বচ্চনের ড্রইংরুমে! জেনে নিন কীভাবে?
কোম্পানি প্ল্যানের যে তথ্য সামনে এনেছে তাতে ১৯৯ টাকাতেই মিলবে এই সুবিধা। এতে গ্রাহকরা পাবেন জিও অ্যাপের প্রিমিয়াম সাবসক্রিপশন সহ ২৫ জিবি ডেটা। সাম্প্রতিক বাজার চলতি সমস্ত রিচার্জ অফারের চেয়ে জিওর এই দুর্দান্ত অফার খুব সাশ্রয়ী বলে দাবী করেছে জিও। তাঁদের দাবী এই পরিষেবা ভোডাফোন বা এয়ারটেলে ৪৯৯ টাকায় পাওয়া যায়।
এই প্ল্যানের মাধ্যমে জিও পোস্টপেইড সাবসক্রাইবরা ইউ এস এবং কানাডায় আন্তর্জাতিক কলও করতে পারবেন মিনিটে ৫০ পয়সা খরচ করে। রিলায়েন্স জিও জানিয়েছে এই দামের মধ্যে সার্ভিস চার্জ যোগ করা নেই এবং কোনো সিকিউরিটি ডিপোসিটের ও প্রয়োজন নেই এতে।
জিও পোস্টপেইড আন্তর্জাতিক রোমিং প্ল্যান
১৯৯ টাকা প্ল্যানে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এক ক্লিকেই মিলবে জিও পোস্টপেইড আন্তর্জাতিক রোমিং পরিষেবা। যেখানে পাওয়া যাবে আনলিমিটেড কলিং ও ভয়েস বেনিফিট। জিও পোস্টপেইডের আওতায় পাওয়া যাবে ২-২-২ প্ল্যান। অর্থাৎ ভয়েস কল ২/মিনিট, ডেটা ২/ এমবি, এবং ২/ এসএমএস। পাশাপাশি ১০-১০-১০ রোমিং প্ল্যান পাওয়া যাবে ১০ টাকার বিনিময়ে। ব্যবহারকারীরা বাড়িতে বসেই জিওপোস্টপ্যাড পেতে পারেন। তার জন্য কোনো রিলায়েন্স স্টোরে জেতে হবে না। কোম্পানি e-KYC যাচাইয়ের জন্য প্রতিশ্রুতি দিয়েছে যা ৫ মিনিটের মধ্যেই সম্পন্ন হয়ে যাবে।