/indian-express-bangla/media/media_files/2025/02/03/tGLxubBqQq9T2RkZI7oE.jpg)
Jio-এই তিন সেরা রিচার্জ প্ল্যানে পান সর্বাধিক সুবিধা, বাম্পার এই অফার মিস করবেন না Photograph: (ফাইল চিত্র)
Jio recharge plans with maximum benefits: ট্যারিফ বৃদ্ধির পর আপনিও কী জিওর ব্যায়বহুল রিচার্জে নাজেহাল? আজকের এই প্রতিবেদনে জিওর এমন তিনটি প্ল্যানের তালিকা দেওয়া হল যে প্ল্যানে আপনি পাবেন সবচেয়ে বেশি বেনিফিট। যদিও এই রিচার্জ প্ল্যানগুলি দেশের মধ্যে সবচেয়ে সস্তার রিচার্জ প্ল্যান নয়, তবে সুবিধার দিক থেকে এগুলি এগিয়ে রয়েছে অন্যান্য সবকটি সংস্থার থেকে। জিও তার গ্রাহকদের জন্য সীমাহীন 5G ডেটা এবং কলিংয়ের মতো দির্দান্ত ফিচার তার গ্রাহকদের অফার করে। আজকের এই প্রতিবেদনে ৩টি দুর্দান্ত রিচার্জ প্ল্যান সম্পর্কে জেনে নিন, যে রিচার্জ প্ল্যানগুলিতে আপনি পেয়ে যান সর্বাধিক বেনিফিট সম্পর্কে...
জিওর ৩৪৯ টাকার রিচার্জ প্ল্যান
জিও'র এই প্ল্যানের বৈধতা ২৮ দিন। এই প্ল্যানে ইউজাররা সীমাহীন ৫জি ডেটা। পাশাপাশি পাবেন দৈনিক ২জিবি ৪জি ডেটা। জিওর এই রিচার্জ প্ল্যানটি সর্বনিম্ন খরচে সর্বাধিক সুবিধা প্রদান করে। পাশাপাশি পাবেন সীমাহীন কলিং, এসএমএসের সুবিধা। এই রিচার্জ প্ল্যানটি সেই সব ইউজারদের জন্য যাদের প্রতিদিন প্রচুর ইন্টারনেট ব্যবহার করেন।
জিওর ৭৪৯ টাকার রিচার্জ প্ল্যান
এই প্ল্যানের মেয়াদ ৭২ দিন। আনলিমিটেড ৫জি, বিনামূল্যে কলিং এর সাথে প্রতিদিন ২ জিবি ৪জি ডেটা অফার করে। এছাড়াও, এই প্ল্যানে পূর্ণ বৈধতায় অধিক ২০ জিবি ৪জি ডেটাও অফার করে।
A message for every Indian tuning in for #Budget2025pic.twitter.com/uANAcoY6sg
— Reliance Jio (@reliancejio) February 1, 2025
জিওর ৩,৫৯৯ টাকার রিচার্জ প্ল্যান
জিওর এই বার্ষিক রিচার্জ প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। সীমাহীন ৫জি ডেটা সহ এই প্ল্যানে পান দৈনিক ২.৫ জিবি ৪জি ডেটার সুবিধা। এই প্ল্যানটি তাদের জন্য একেবারে সেরা যারা একবার রিচার্জ করে ৩৬৫ দিনের বৈধতা ভ্যালিডিটি পেতে চান। এই প্ল্যানে আপনার প্রতি মাসে খরচ হবে মাত্র ২৭৬ টাকা।