scorecardresearch

দুঃসংবাদ! সবচেয়ে কমদামি রিচার্জ প্ল্যান তুলে দিল জিও

কয়েক সপ্তাহ আগে রিলায়েন্স জিও নতুন করে নিয়ে এসেছে এল ইন ওয়ান প্ল্যান।

reliance jio wifi calling
সম্প্রতি জিও ওয়াইফাই কলিং সমস্ত ব্যবহারকারীর জন্য চালু করা হয়েছে।

টেলিকম টকে প্রকাশিত প্রতিবেদন অনুসারে জিও মুছে ফেলল তাদের কমদামি রিচার্জ। ৪৯ টাকার রিচার্জের সুবিধা আর পাওয়া যাবে না। এখন রিলায়েন্স জিওতে সর্বনিম্ম রিচার্জ প্ল্যান ৭৫ টাকার।

কয়েক সপ্তাহ আগে রিলায়েন্স জিও নতুন করে নিয়ে এসেছে এল ইন ওয়ান প্ল্যান। জিও ফোনের জন্য যে যে প্ল্যান রয়েছে তা হল, ৯৯, ১২৫,১৫৩,১৫৫,১৮৫,২৯৭ ও ৫৯৪ টাকার।

আরও পড়ুন: এয়ারটেল, ভোডাফোন নাকি জিও, আনলিমিটেড সুবিধার সঙ্গে কোন নেটওয়ার্কে খরচ কম?

এছাড়া জিওতে, ৫৫৫, ৩৯৯, ১৯৯ ও ২১৯৯ টাকার প্ল্যান রয়েছে, এতে নিত্য দিন ১.৫ জিবি ডেটা, দৈনিক জিও টু জিও ফ্রি কল ও ১২৬ জিবি,৮৪ জিবি, ৪২ জিবি এবং ৫৪৭.৫ জিবি ডেটা পাওয়া যাবে। যার মেয়াদ ৮৪, ৫৬, ২৮ ও ৩৬৫ দিন।

আরও পড়ুন: বিনামূল্যে যতখুশি ফোন! এয়ারটেল নিয়ে এল “ওয়াইফাই কলিং”

তবে এখন যথাযথ আনলিমিটেড বলতে যা বোঝায় সেই সুবিধা পাওয়া যাচ্ছে না রিলায়েন্স জিওতে। তবে এয়ারটেল ভোডাফোনে আনলিমিটেড সুবিধা পাওয়া যাচ্ছে।

Stay updated with the latest news headlines and all the latest Technology news download Indian Express Bengali App.

Web Title: Reliance jio removes rs 49 jiophone plan base recharge now costs rs 75