Advertisment

BSNL-কে পিছনে ফেলে ফিক্সড-লাইন পরিষেবাতেও প্রথমে Jio, ব্রডব্যান্ডেও অব্যাহত সেরার তকমা

বিএসএনএল গত অগাস্টে ১৫,৩৪৭ জন গ্রাহক হারিয়েছে। যেখানে জিও'র নতুন গ্রাহক বেড়েছে ২.৬২ লক্ষ।

author-image
IE Bangla Tech Desk
New Update
"Reliance jio, jio, jio 5g, jio 5g launch, jio 5g rollout, jio 5g download speed, jio 5g plans, jio 5G welcome offer

ট্রায়ালেই বাজিমাত! রিলায়েন্স জিও 5G স্পিড ট্রায়ালে প্রায় 600Mbps মিডিয়ান ডাউনলোড স্পিড রেকর্ড করেছে।

বেসরকারি টেলিকম সংস্থা রিলায়েন্স জিও গত আগস্ট মাসে দেশের বৃহত্তম ফিক্সড-লাইন পরিষেবা প্রদানকারী সংস্থা  হয়ে উঠেছে, ভারত সঞ্চার নিগম লিমিটেডকে (বিএসএনএল) পিছনে ফেলে দেশের বৃহত্তম ফিক্সড-লাইন পরিষেবা প্রদানকারী সংস্থা হিসাবে উঠে এসেছে জিও’র নাম। 

Advertisment

দেশে টেলিকম সেবা চালুর পর প্রথমবারের মতো ওয়্যারলাইন ক্যাটাগরিতে শীর্ষে উঠেছে কোন বেসরকারি কোম্পানি। মঙ্গলবার টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার (TRAI) রিপোর্ট অনুসারে, Jio-এর ওয়্যারলাইন গ্রাহক সংখ্যা আগস্টে ৭৩.৫২ লক্ষে পৌঁছেছে যেখানে BSNL-এর গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৭১.৩২ লক্ষ।

বিএসএনএল গত ২২ বছর ধরে দেশে ওয়্যারলাইন পরিষেবা সরবরাহ করছে, যেখানে জিও মাত্র তিন বছর আগে তার ওয়্যারলাইন পরিষেবা শুরু করেছে। ট্রাইয়ের রিপোর্ট অনুসারে গত আগস্টে দেশে জিও ওয়্যারলাইন গ্রাহকের সংখ্যা বেড়ে ২.৫৯ কোটি হয়েছে, যা জুলাইয়ে ছিল ২.৫৬ কোটি। Jio সেই মাসেই ২.৬২ লক্ষ নতুন গ্রাহক তালিকায় যোগ করেছে, Bharti Airtel যেখানে মাত্র ১.১৯ লক্ষ। Vodafone Idea (Vi) এবং টাটা টেলিসার্ভিস সময়ের মধ্যে যথাক্রমে ৪,২০২ এবং ৩,৭৬৯ টি নতুন গ্রাহক তালিকায় যোগ করেছে।

রিপোর্ট অনুযায়ী, দেশের মোট টেলিকম গ্রাহক সংখ্যা অগাস্ট মাসে ১১৭৫ মিলিয়ন বেড়েছে,সেই সঙ্গে জিও’র গ্রাহক সংখ্যা বেড়েছে রেকর্ড হারে।  TRAI-এর অগাস্ট ২০২২-এর রিপোর্টে বলা হয়েছে, "ভারতে টেলিফোন গ্রাহকের সংখ্যা ২০২২ সালের জুলাইয়ের শেষে ১১৭.৩৬ কোটি থেকে বেড়ে ২০২২ সালের আগস্টের শেষে ১১৭.৫০ কোটি হয়েছে।" উপরন্তু, শুধুমাত্র রিলায়েন্স জিও (৩২.৮১ লাখ) এবং ভারতী এয়ারটেল (৩.২৬ লাখ) এই বছরের আগস্টে নতুন মোবাইল গ্রাহক তালিকায় যোগ করেছে, যেখানে Vi আগের মাসের তুলনায় গ্রাহক সংখ্যা বেড়েছে ০.১২  শতাংশ। 

আরও পড়ুন : < গাড়ির পিছনের সিটে পড়ে সদ্য কেনা দামি ট্যাব, দেখেই থানায় হাজির ক্যাব চালক, সততায় মুগ্ধ নেটপাড়া >

TRAI-এর রিপোর্ট অনুযায়ী, অগাস্ট মাসে রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা BSNL-কে ছাড়িয়ে গিয়েছে Jio। এই ভাবে Jio দেশের বৃহত্তম ফিক্সড লাইন ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থা হয়ে উঠেছে। এই প্রথম কোন বেসরকারি টেলিকম অপারেটর ওয়্যারলাইন সেগমেন্টে শীর্ষ স্থান অর্জন করেছে। রিলায়েন্স জিওর জুলাই মাসে 2.56 কোটি গ্রাহক ছিল, যা আগস্টে বেড়ে 2.59 কোটি হয়েছে।

আগস্ট মাসে Jio-এর নতুন গ্রাহক বেড়েছে ২.৬২ লক্ষ। যেখানে ভারতী এয়ারটেলের ব্যবহারকারী বেড়েছে ১.১৯ লাখ। একই Vodafone-Idea (Vi) ব্যবহারকারীর সংখ্যা ৪,২০২ বেড়েছে। যেখানে টাটা টেলিসার্ভিসের সংখ্যা বেড়েছে ৩,৭৬৯। বিএসএনএল গত অগাস্টে ১৫,৩৪৭ গ্রাহক হারিয়েছে। MTNL এর ১৩,৩৯৫ ব্যবহারকারী কমেছে। যদি আমরা সামগ্রিকভাবে কথা বলি, তাহলে আগস্ট মাসে টেলিকম গ্রাহকের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৭৫ মিলিয়নে। গ্রামাঞ্চলেও জিও’র অ অনেক  নতুন গ্রাহক বেড়েছে। করেছে। ভারতে টেলিকম গ্রাহক সংখ্যা 

আগস্টের সেরা পাঁচ ব্রডব্যান্ড পরিষেবা প্রদানকারী সংস্থা

রিলায়েন্স জিও – ৪২.৫৮ কোটি

ভারতী এয়ারটেল – ২২.৩৯ কোটি

Vi – ১.৩১  কোটি

BSNL – ২.৫৮ কোটি

jio bsnl
Advertisment