Advertisment

কলকাতায় চালু হল ওয়াইফাই কলিং পরিষেবা, বিনামূল্যে কল করবে জিও গ্রাহকরা

বেশ কিছু স্মার্টফোন ব্যবহারকারীরা জিও ওয়াইফাই কলিং সুবিধা ব্যবহার করতে পারছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
jio tarrif, jio happy new year 2020 plan

jio tarrif, jio happy new year 2020 plan

জিও চালু করল VoWi-Fi পরিষেবা। তবে জিও এখনও কোনো বিজ্ঞপ্তি জারি করেনি।কয়েক দিন আগে এয়ারটেল তাদের ওয়াইভাই কলিং সুবিধার কথা ঘোষণা করেছে।

Advertisment

এক রিপোর্টে বলা হয়েছে, তিন শহরে ইতিমধ্যে জিও চালু করেছে ওয়াইফাই পরিষেবা। যার ফলে বেশ কিছু মানুষ ওয়াইফাই কলিং সার্ভিস ব্যবহার করতে পারছেন তাদের স্মার্টফোনে। তবে জানা যাচ্ছে, ওই ভয়েস ওয়াইফাই সার্ভিস যারা ভোগ করতে পারছে, সেই পরিষেবা ট্রায়াল রান চলার দরুন তারা ব্যবহার করতে পারছে। মনে করা হচ্ছে, খুব শীর্ঘ্রই সকল জিও গ্রাহক এই সুবিধা নিতে পারবেন।

আরও পড়ুন:যতখুশি ফোন এখন বিনামূল্যে ! এয়ারটেল নিয়ে এল “ওয়াইফাই কলিং”

এয়ারটেল ওয়াই-ফাই কলিং পরিষেবাটি যে কোনও ব্রডব্যান্ড অপারেটরে সঙ্গে কাজ করবে না। কিন্তু জিও যেকোনো ব্রডব্যান্ড পরিষেবার সঙ্গে কাজ করবে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন:‘হ্যাপি নিউ অফারে’র সঙ্গে একাধিক অফার ও সুবিধা আনল রিলায়েন্স জিও

iPhone 6s and above, Xiaomi Redmi K20, Redmi K20 Pro, POCO F1, Samsung Galaxy J6, Galaxy A10s, Galaxy S10, Galaxy S10+, Galaxy S10e, Galaxy On6, Galaxy M30s, OnePlus 6 series, এবং OnePlus 7 Series including OnePlus 7, 7 Pro, 7T and 7T Pro স্মার্টফোন থাকলে জিও কলিং ব্যবহার করতে পারবেন।

Read the full story in English

reliance jio
Advertisment