Advertisment

ভাউচার প্যাক রিচার্জ করলে দিতে হবে না কল চার্জ

জিও থেকে জিওর কোন নম্বরে ফোন করলে ইনকামিং কল অনলাইনে কল এবং VoIP কলিং-এর ক্ষেত্রে IUC চার্জ দিতে হবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
jio fiber, reliance gigafiber details

jio fiber, reliance gigafiber details: জিও ফাইবারের নয়া অফার। একটি রিচার্জে মিলবে একাধিক সুবিধা

বুধবার রিলায়েন্স জিও ঘোষণা করেছে তাদের ইন্টারকানেক্ট ইউসেজ চার্জ (আইইউসি) র জন্য এখন থেকে মিনিটে ৬ পয়সা করে খরচ পড়বে, এয়ারটেল বা ভোডাফোন আইডিয়ার নেটওয়ার্কে কল আর ফ্রি থাকবে না। টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে জিও থেকে অন্যকোন নেটওয়ার্কে ফোন করলে অতিরিক্ত চার্জ ধার্য করা হবে।

Advertisment

আরও পড়ুন: বিশ্লেষণ: রিলায়েন্স জিও থেকে এয়ারটেল-ভোডাফোনে ফোন করতে খরচ লাগবে কেন

আগামী বছরের জানুয়ারি মাসের ১ তারিখ পর্যন্ত দিতে হবে চার্জ। এর পরে ট্রাই'এর তত্ত্বাবধানে খরচ কমিয়ে আনা হবে। বৃহস্পতিবার থেকেই এই নতুন নিয়ম লাঘু করা হবে বলে খবর। এই নতুন নিয়মে গ্রাহকদের সুবিধা দিতে কিছু ভাউচার প্যাক নিয়ে এসেছে রিলায়েন্স জিও। ১০ টাকা রিচার্জে পেয়ে যাবেন ১২৪ মিনিটের ফ্রি কলিং। একই সঙ্গে ২০ টাকায় ২৪৯ মিনিট, ৫০ টাকায় ৬৫৬ মিনিট, এবং ১০০ টাকায় ১৩৬২ মিনিট ফ্রি কলিং পাবেন। পাশাপাশি কোম্পানি গ্রাহকদের অতিরিক্ত ডাটা ব্যবহার করার সুবিধা দেবে। ১০ টাকায় ১ জিবি, ২০ টাকায় ২ জিবি, ৫০ টাকায় ৫ জিবি, ১০০ টাকায় ১০ জিবি ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: সাধ্যের দামে ৬৪ মেগাপিক্সেলের ফোন লঞ্চে রেডমি

জিও থেকে জিওর কোন নম্বরে ফোন করলে ইনকামিং কল অনলাইনে কল এবং VoIP কলিং-এর ক্ষেত্রে IUC চার্জ দিতে হবে না।

আরও পড়ুন: হোয়াটসঅ্যাপে নিজের থেকে ডিলিট হয়ে যাবে পুরনো মেসেজ, জানুন কীভাবে?

সংস্থাটি জানিয়েছে, নেটওয়ার্ক ব্যবহারের কারণে প্রচুর পরিমাণে আই ইউ সি দিতে হয়। ২জি গ্রাহকদের ক্ষেত্রে যার পরিমাণ বেশি। মিসকল দেওয়ার পর অধিকাংশ ক্ষেত্রে সেই নম্বরে কল ব্যাক করা হয়ে থাকে জিও থেকে এই প্রবণতার দরুন ৬৫ থেকে ৭৫ কোটি মিনিটের নেটওয়ার্ক ক্ষতি হয়েছে। এই ক্ষতির হাত থেকে বাঁচতে এই পদক্ষেপ করা হয়েছে।

reliance jio Mukesh Ambani jio
Advertisment