Advertisment

জুলাইতেই আগমন, চলছে জিও গিগাফাইবারের পরীক্ষামূলক ব্যবহার

প্রতি মাসে ১,০০০ এমবিপিএস গতির সঙ্গে ১০০ জিবি ডেটা প্ল্যানের দাম ১,০০০ টাকা। উল্লেখ্য, এই দামের তালিকা সংস্থার দ্বারা প্রকাশিত নয়।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

পুরোটা ক্রমশ প্রকাশ্য, তবে লঞ্চের আগে কিছু নির্দিষ্ট শহরে চলছে শেষবারের মত জিও গিগাফাইবারের পরীক্ষামূলক ব্যবহার। কোম্পানির তরফ থেকে দাম সংক্রান্ত কোনো তথ্য প্রকাশ করা না হলেও  ফাঁস হয়েছে ব্রডব্যান্ড টিভি ল্যান্ডলাইন কম্বো পরিষেবার খরচের তালিকা।

Advertisment

ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, ৫০ এমবিপিএস গতির জিও গিগাফাইবারের জন্য মাসে খরচ হবে ৬০০ টাকা। প্রথমে শোনা গিয়েছিল, এই কানেকশন নেওয়ার সময় সিকিউরিটি ডিপোজিট হিসাবে জমা করতে হবে ৪,৫০০ টাকা। কিন্তু লঞ্চের দিন এগিয়ে আসতে জানা যায়, নিরাপত্তা আমানত হিসাবে দিতে হবে ২,৫০০ টাকা।

আরও পড়ুন: জিওকে টেক্কা! কলকাতায় আপনার কেবল অপারেটরের সঙ্গে জোটে বিএসএনএল

প্রতি মাসে ১,০০০ এমবিপিএস গতির সঙ্গে ১০০ জিবি ডেটা প্ল্যানের দাম ১,০০০ টাকা। উল্লেখ্য, এই দামের তালিকা অফিসিয়াল নয়। সংস্থার তরফ থেকে এখনও দাম সংক্রান্ত কোনো তথ্যই প্রকাশ করা হয়নি। তবে মনে করা হচ্ছে, আগামী মাসেই ভারতে জায়গা করে নেবে জিও গিগাফাইবার।

আরও পড়ুন: ১৫ শতাংশ খরচ কম ডিটিএইচের নতুন পরিকাঠামোয়, দাবি কেন্দ্রের

অন্যদিকে গিগাফাইবারকে (জিওর ব্রডব্র্যান্ড ইন্টারনেট পরিষেবা) টেক্কা দিতে বিএসএনএল নিয়ে এল ভারত ফাইবার। কার্যত আপনার বাড়ির নিকটবর্তী কেবল অপারেটরের সঙ্গে গাঁটছড়া বেধেছে বিএসএনএল। যার ফলে ঘরে ঘরে সহজেই পৌঁছে যাবে বিএসএনএলের দ্রুততম ইন্টারনেট পরিষেবা ‘ফাইবার টু দ্যা হোম (FTTH)’, সঙ্গে কলিং সুবিধা।

মাসে ৫০১ টাকা দিয়ে রিচার্জ করলে আপনি পেয়ে যাবেন ২০ এমবিপিএস স্পিডে ১০০ জিবি ডেটা। ৭৭৭ টাকায় পেয়ে যাবেন ৫০ এমবিপিএস এবং ৫০০ জিবি ডেটা। ১,২৭৭ টাকার রিচার্জে পাওয়া যাবে ৭৫০ জিবি ডেটা, ১০০ এমবিপিএস স্পিডে। এছাড়া তিন ধরণের রিচার্জের সঙ্গে থাকবে ২৪ ঘণ্টার ফ্রি কলিং।

Read the full story in English

reliance jio
Advertisment