TVS iQube Electric Scooter: মাসে এবার হাজার হাজার সাশ্রয়, বারুইপুর থেকে বর্ধমান ১৫ টাকায়, সস্তার স্কুটি বাজার কাঁপাচ্ছে

TVS iQube Electric Scooter: মাত্র ১৫ টাকায় ৭০ কিমি রাইড! মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় TVS iQube ইলেকট্রিক স্কুটি। জানুন দাম, ফিচার ও কেন এটি অনেকেরই সেরা পছন্দ।

TVS iQube Electric Scooter: মাত্র ১৫ টাকায় ৭০ কিমি রাইড! মহিলাদের মধ্যে ব্যাপক জনপ্রিয় TVS iQube ইলেকট্রিক স্কুটি। জানুন দাম, ফিচার ও কেন এটি অনেকেরই সেরা পছন্দ।

author-image
IE Bangla Tech Desk
New Update
TVS iQube Electric Scooter: ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে এই স্কুটি

TVS iQube Electric Scooter: ক্রমশ জনপ্রিয়তা পাচ্ছে এই স্কুটি।

TVS iQube Electric Scooter: বর্তমান দিনে পরিবেশবান্ধব ও সাশ্রয়ী যানবাহনের চাহিদা (Market) যেমন বেড়েছে, তেমনি মহিলাদের জন্য সুবিধাজনক ও হালকা যানও প্রয়োজনীয় হয়ে উঠেছে। এই প্রেক্ষাপটে কলকাতায় বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে TVS iQube ইলেকট্রিক স্কুটি। মাত্র ১৫ টাকায় ৭০ কিমি রাইড করা যায় — যা সত্যিই অভাবনীয়!

Advertisment

কেন এত জনপ্রিয় TVS iQube?

শোরুম ম্যানেজার ঋষভ জানান, বিশেষ করে মহিলাদের মধ্যে এই স্কুটির জনপ্রিয়তা দিনকে দিন বাড়ছে। কারণ, স্কুটির ডিজাইন অত্যন্ত স্টাইলিশ এবং হালকা ওজনের, যা মহিলাদের চালানোর জন্য যথার্থ।

স্টাইলিশ লুক, লাইটওয়েট বডি এবং আধুনিক ফিচার মিলে TVS iQube হয়ে উঠেছে এক আদর্শ ইলেকট্রিক স্কুটি। ব্যাটারিতে চলায় পেট্রোলের বাড়তি খরচ নেই, ফলে এটি পরিবেশবান্ধবও বটে।

Advertisment

TVS iQube-এর বিশেষ ফিচার

  • ডিজিটাল ডিসপ্লে: স্কুটিতে রয়েছে ফুললি ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার।

  • স্মার্ট কানেক্টিভিটি: মোবাইলের সঙ্গে কানেক্ট করে নেভিগেশন, কল এলার্ট ইত্যাদি সুবিধা।

  • হালকা ওজন: ট্রাফিকে বা পার্কিংয়ে সহজেই নিয়ন্ত্রণ করা সম্ভব।

  • ইকো-ফ্রেন্ডলি: পেট্রোলের বিকল্প, কম কার্বন এমিশন।

  • লম্বা রেঞ্জ: একবার চার্জে ৭০-৭৫ কিমি পর্যন্ত চলতে সক্ষম।

আরও পড়ুন-  রাস্তায় কাটা ফল কিনে খাচ্ছেন? সাবধান! জেনে নিন গরমে কাটা ফল খাওয়ার জের কী হতে পারে?

এক্স-শোরুম দাম ও ভর্তুকি

TVS iQube-এর এক্স-শোরুম দাম ১,১৭,০০০ টাকা। তবে সরকারের তরফে ১০,০০০ টাকা ভর্তুকি থাকায় গ্রাহকরা মাত্র ১,০৭,০০০ টাকায় এই স্কুটি কিনতে পারবেন। এছাড়া মাত্র ৩০,০০০ টাকা ডাউন পেমেন্ট দিয়ে সহজে লোনের মাধ্যমে কেনার সুযোগও রয়েছে।

আরও পড়ুন- একবার রং করার পর চুল কীভাবে দীর্ঘদিন কালো ও উজ্জ্বল রাখবেন? রইল সহজ টিপস

চার্জিং খরচ ও সাশ্রয়

এই স্কুটি একবার সম্পূর্ণ চার্জ করতে খরচ হয় মাত্র ১৫-২০ টাকা। যেখানে পেট্রোল-চালিত স্কুটির ক্ষেত্রে ৭০ কিমি রাইডে প্রায় ৮০-১০০ টাকা খরচ হয়, সেখানে TVS iQube অনেকটাই সাশ্রয়ী।

আরও পড়ুন- মাইলেজে ঝড়! পারফরম্যান্স সুনামি তুলল এই সস্তার ইলেকট্রিক স্কুটার

মহিলাদের কেন পছন্দ?

  • ওজন হালকা হওয়ায় ট্রাফিকেও সহজে নিয়ন্ত্রণ করা যায়।

  • স্টাইলিশ লুক এই স্কুটিকে আকর্ষণীয় করে তুলেছে।

  • পেট্রোলের মূল্যবৃদ্ধির চিন্তা থেকে মুক্তি।

  • আধুনিক ফিচার ও দীর্ঘ ব্যাটারি লাইফ।

আরও পড়ুন- এসি নয়, কুল রুফে লাদাখের শীতলতা, শান্তির ঘুম, খরচ কত?

যাঁরা সাশ্রয়ী, স্টাইলিশ এবং পরিবেশবান্ধব স্কুটি খুঁজছেন, তাঁদের জন্য TVS iQube ইলেকট্রিক স্কুটি নিঃসন্দেহে একটি দুর্দান্ত বিকল্প। কম খরচে বেশি মাইলেজ এবং আধুনিক ফিচারের সংমিশ্রণ TVS iQube-কে আগামী দিনের স্কুটির বাজারে একটি বড় নাম করে তুলবে।

Market TVS Electric scooter