Advertisment

Royal Enfield Bullet 350 on EMI: নতুন বছরে EMI-তে Royal Enfield 350 কিনবেন? জানুন মাসিক কিস্তির পরিমাণ

Royal Enfield Bullet 350 on EMI: ভারতে Royal Enfield-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তরুণ প্রজন্মের প্রিয় মোটর বাইকের মধ্যে অন্যতম মডেল Royal Enfield 350

author-image
IE Bangla Tech Desk
New Update
Royal Enfield Bullet 350 on EMI

নতুন বছরে EMI-তে Royal Enfield 350 কিনবেন ভাবছেন? জেনে নিন মাসে কত টাকা করে দিতে হবে আপনাকে? Photograph: (ফাইল ছবি)

Royal Enfield Bullet 350 on EMI: নতুন বছরে EMI-তে Royal Enfield 350 কিনবেন ভাবছেন? জেনে  নিন মাসে কত টাকা করে দিতে হবে আপনাকে?  ভারতে Royal Enfield-এর জনপ্রিয়তা আকাশছোঁয়া। তরুণ প্রজন্মের  প্রিয় মোটর বাইকের মধ্যে অন্যতম মডেল Royal Enfield 350 । বর্তমানে তরুণদের পাশাপাশি প্রবীণদের মধ্যেও এই বাইকের ক্রেজ লক্ষ্য করা যাচ্ছে। ব্রিটিশ অটোমেকারের  এই বাইকের দাম দেড় লাখ টাকার বেশি। এই কারণে, বেশিরভাগ মানুষই এই বাইকটি EMI তেই কিনতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। 

Advertisment

আপনি যদি এই বাইকটি কেনার প্ল্যানিং করেন তাহলে জানিয়ে রাখি আপনি সাধের এই বাইকটি  EMI-তেও কিনতে পারেন।  আজকের এই প্রতিবেদনে জেনে নিন ইএমআই-তে Royal Enfield 350  কিনলে মাসে কত টাকা করে আপনাকে দিতে হবে? দিল্লিতে Royal Enfield Bullet 350-এর বেস মডেলের অন-রোড মূল্য প্রায় 2 লক্ষ টাকা৷ দেশের অন্যান্য শহরে এই দামের কিছুটা পার্থক্য দেখা যেতে পারে। এই বাইকটি কিনতে আপনি ব্যাঙ্ক থেকে 1.90 লক্ষ টাকা লোন পাবেন। আপনি ব্যাংক থেকে যে লোন পাবেন তা আপনার ক্রেডিট স্কোরের উপর নির্ভর করছে। ব্যাঙ্ক বিশেষে সিদের হারের তারতম্য হতে পারে। 

Bullet 350 এর বেস মডেল কিনতে, আপনাকে মাত্র 10,000 টাকা ডাউন পেমেন্ট করতে হবে। যদি ব্যাঙ্ক বাইকের জন্য নেওয়া লোনের উপর 10 শতাংশ সুদ নেয় এবং আপনি যদি লোনটি  দু বছরের জন্য নেন, তাহলে আপনাকে প্রতি মাসে 9,500 টাকা ব্যাঙ্কে জমা করতে হবে। আপনি যদি তিন বছরের লোনে Royal Enfield 350 কিনতে চান  তাহলে আপনাকে প্রতি মাসে 10 শতাংশ সুদে 6,900 টাকার ইএমআই দিতে হবে। আপনি যদি একটি বাইক কেনার জন্য চার বছরের জন্য লোন নিয়ে থাকেন, তাহলে প্রতি মাসে আপনাকে ব্যাঙ্কে 5,500 টাকার একটি কিস্তি জমা করতে হবে।

Royal Enfield Goan Classic 350
Advertisment