Advertisment

Royal Enfield Electric Bike: বাজার কাঁপিয়ে আসছে Royal Enfield-এর ই-বাইক, কবে লঞ্চ, দাম কত? রইল বিরাট আপডেট

Royal Enfield Electric Bike: ভারতে দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা। পাল্লা দিয়ে একাধিক সংস্থা রোজই ইলেকট্রিক স্কুটার, বাইল লঞ্চ করছে। এবার বাজারে ই-বাইক আনার দৌড়ে এগিয়ে রয়েছে Royal Enfield।

author-image
IE Bangla Tech Desk
New Update
Royal Enfield

Royal Enfield তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে।

Royal Enfield Electric Bike: ভারতে দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক টু-হুইলারের চাহিদা। পাল্লা দিয়ে একাধিক সংস্থা রোজই ইলেকট্রিক স্কুটার, বাইল লঞ্চ করছে। এবার বাজারে ই-বাইক আনার দৌড়ে এগিয়ে রয়েছে Royal Enfield। আগামী মাসেই সংস্থা বাজারে আনতে চলেছে সংস্থার প্রথম ই-বাইল। এবিষয়ে একটি টিজারও সামনে এনেছে Royal Enfield।

Advertisment

২০০ কিলোমিটারের বিরাট মাইলেজ, ইভি সেগমেন্টে ঝড় তুলল এই ই-বাইক, হাজার টাকাতেই করুন বুকিং

কোম্পানিটি বেশ কিছুদিন ধরেই ইভি সেগমেন্টে নতুন বাইক আনার চেষ্টা চালাচ্ছিল। বর্তমানে বাজারে হেভি ইঞ্জিন সেগমেন্টে কোম্পানির অনেক বাইক রয়েছে। কিন্তু এখন  ইভি সেগমেন্টেও নিজেদের দখল জোরদার করতে চায় Royal Enfield। রয়্যাল এনফিল্ডের নতুন টিজার সোশ্যাল মিডিয়ায় পোস্টের সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে গেছে। 

ওলা, আথার এবং টিভিএস-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির পরে, এখন রয়্যাল এনফিল্ডও বৈদ্যুতিক বিভাগে প্রবেশের জন্য প্রস্তুত৷ কোম্পানি ইনস্টাগ্রামে একটি টিজার শেয়ার করেছে। যাতে বলা হয়েছে কোন দিনে কোম্পানির প্রথম ইলেকট্রিক বাইক উন্মোচন করা হবে।

দিওয়ালির আগে বড় ধামাকা, পান পুরো ৯০ দিনের ভ্যালিডিটির সঙ্গে ২০০জিবি ডেটা, খেলা শুরু jio-র

Royal Enfield তাদের প্রথম ইলেকট্রিক বাইক লঞ্চ করতে চলেছে। রয়্যাল এনফিল্ডের বর্তমানে 350cc থেকে 650cc পর্যন্ত ইঞ্জিন ক্ষমতা সহ পেট্রোল বাইক রয়েছে এবং এখন কোম্পানির লক্ষ্য EV সেগমেন্টে আধিপত্য বিস্তার করা। লঞ্চের আগে, সংস্থা সোশ্যাল মিডিয়ায় তার প্রথম টিজারও প্রকাশ করেছে। টিজারে দেওয়া তথ্য অনুযায়ী, বাইকটি আগামী ৪ নভেম্বর, লঞ্চ হতে চলেছে। শুধু তাই নয়, কোম্পানির ওয়েবসাইটেও এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে।

বৈদ্যুতিক বাইক সম্পর্কে তথ্য দেওয়ার পাশাপাশি রয়্যাল এনফিল্ড আরও বলেছে যে এই বাইকটি প্রতিদিনের ব্যবহারের জন্য একেবারে পারফেক্ট। আশা করা হচ্ছে আনুষ্ঠানিকভাবে পরের বছর জানুয়ারি থেকে এই বাইক বিক্রির জন্য সামনে আনবে সংস্থা। এখনও পর্যন্ত যা খবর, বাইকটি তিন লক্ষ টাকার প্রারম্ভিক দামে লঞ্চ হতে চলেছে।  যদিও বাইকের ব্যাটারি এবং রেঞ্জ সম্পর্কে এখনও কোনো তথ্য দেয় নি সংস্থা। তবে কোম্পানির অন্যান্য বাইকের মতো আধুনিক রেট্রো স্টাইলে এটি আনা হবে বলে আশা করা হচ্ছে। 

Electric Vehicle
Advertisment