স্মার্টফোনের চলতি ট্রেন্ড মানে, কম আলোতেও নিখুত ছবি, স্লো-মো, বোকে মোড, লাইভ আর সঙ্গে পাবজি। নতুন প্রজন্মের এই চাহিদাকে মাথায় রেখে ২৮ ফেব্রুয়ারি কলকাতায় লঞ্চ হল স্যামসাংয়ের তিনটি নতুন ফোন- A50, A30, A10। ইনফনিটি U sAMOLED ডিসপ্লে, আলট্রা ওয়াইড ভিডিও, সঙ্গে স্লো-মো, অনস্ক্রিন ফিঙ্গার প্রিন্ট, ৪০০০ এমএইচ ব্যাটারি A সিরিজের ইউএসপি।
কোম্পানির দাবি, জেনারেশন জেডের জন্য তাদের A সিরিজের ফোনগুলি বিশেষ উপযোগী হবে। সংস্থাটি মনে করছে, স্মার্ট ফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যাবে এই তিনটি হ্যান্ডসেট। স্যামসাংয়ের দাবি, বর্তমান প্রজন্ম সপ্তাহে প্রায় ১৫৮ মিনিট সময় কাটিয়ে থাকেন সোশাল নেটওয়ার্কিং সাইটে। পাশাপাশি, যাদের গেম খেলার প্রবণতা রয়েছে, তাঁরা সপ্তাহে প্রায় ২০৬ মিনিট সময় কাটায় ফোনের সঙ্গে। স্যামসাং মনে করছে, এই ধরনের ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও স্মার্ট ও আকর্ষণীয় করতে সক্ষম হবে এই নতুন তিন সদস্য - A50, A30, A10।
আরও পড়ুন: অভিনব ভাঁজ, পাঁচ ক্যামেরার ফাইভ জি ফোনে সরগরম মোবাইল জগৎ
এক ঝলকে এই তিন ফোনের দাম:
Galaxy A50 ৬/৬৪ জিবির দাম ২২,৯৯০ টাকা, ৪/৬৪ জিবির দাম ১৯,৯৯০ টাকা।
Galaxy A30 ৪/৬৪ জিবির দাম ১৬,৯৯০ টাকা।
Galaxy A10 ৪/৬৪ জিবির দাম ৮,৪৯০ টাকা।
Galaxy A50
A ব্র্যান্ডের সবচেয়ে আপডেটেড ফোন Galaxy A50। তিনটি রিয়ার ক্যামেরা, নেক্সট জেনারেশন ইনফিনিটি-u ডিসপ্লে এবং শক্তিশালী ব্যাটারি ব্যাকআপ রয়েছে ফোনটিতে। ৬.৪ ইঞ্চির FHD+ নেক্সট জেনারেশন ইনফিনিটি U sAMOLED ডিসপ্লে, সঙ্গে সামান্য বেজেল রয়েছে।
ফোনটির রিয়ার ক্যামেরায় রয়েছে ৮ মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড লেন্স, সঙ্গে ১২৩ ডিগ্রী ভিউয়ের আল্ট্রা ওয়াইড লেন্স। কোম্পানির দাবি, যা দেখছেন হুবহু ওই একই ছবি আপনি Galaxy A50 ফোন দিয়ে ক্যামেরাবন্দি করতে পারবেন। বিশেষ করে যখন ওয়াইড অ্যাঙ্গেলের ব্যবহার করবেন।
মূল ক্যামেরায় রয়েছে ২৫ মেগাপিক্সেলের সেন্সর যার অ্যাপারচার F১.৭। সংস্থার দাবি, কম আলোতেও নিখুঁত ছবি তুলতে পারদর্শী Galaxy A50। অন্যটিতে থাকছে ৫ মেগাপিক্সেলের ডেপ্থ সেন্সর, যার মধ্যে থাকছে অ্যাপারচার F ২.২ এর লেন্স।
স্ক্রিনের মধ্যে থাকছে ফিঙ্গারপ্রিন্ট অনলক সিস্টেম। ১৫ ওয়াটের ৪০০০ এমএইচের ব্যাটারিও থাকছে এই ফোনে। সাদা, নীল, কালো রঙে স্লিম ও কার্ভড আউটলুকে Galaxy A50 তিনটি মডেলই পাওয়া যাবে বাজারে।
Galaxy A30
A50 এর মতো আপডেটেড না হলেও, পকেট ফ্রেন্ডলি দামে মিলবে A30। এতে তিনটি ক্যামেরা থাকছে না, তবে ১৬ ও ৫ মেগাপিক্সেলের দুটি রিয়ার ক্যামেরা রয়েছে। এগুলির অ্যাপারচার F১.৭ ও F ২.২। এতেও রয়েছে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। ৪০০০ এমএইচের ব্যাটারি-সহ থাকছে ১৫ ওয়াটের চার্জিং টেকনোলজি, অর্থাৎ দ্রুত চার্জ হয়ে যাবে আপনার ফোন। এজ-টু-এজ ৬.৪ ইঞ্চির FHD+ নেক্সট জেনারেশন ইনফিনিটি U sAMOLED ডিসপ্লের অভিজ্ঞতা পাওয়া যাবে এই ফোনে। গেমিং, ভিডিও, মাল্টি টাস্কিং, ব্রাউজিং-সহ একাধিক কাজ করতে পারদর্শী A30। এতে রয়েছে রিয়ার ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। লাল, নীল, এবং কালো রঙে পাওয়া যাবে সামস্যাংয়ের এই 'মধ্যবিত্ত ফোন'।
Galaxy A10
সাধ্যর দামে সাধের ফোন A10, এমনটাই দাবি। এই ফোনে থাকছে ৬.২ ইঞ্চির HD+ইনফিনিটি V ডিসপ্লে, F১.৯ অ্যাপারচারের ১৩ ও ৫ মেগাপিক্সেলের ক্যামেরা কম্বিনেশন সঙ্গে ফেস রেকগনিশন। ৩.৪০০ হাজার এমএইইচের ব্যাটারি ব্যাকআপ। লাল নীল ও কালো মডেলে পাওয়া যাবে A10।
আগামী ২রা মার্চ থেকে ভারতের বিভিন্ন দোকান এবং ই-কমার্স ও স্যামসাংয়ের নিজস্ব সাইটে এই তিনটি ফোন পাওয়া যাবে।